logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৩ জন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে, নতুন আক্রান্ত ৫৪ জন, এর মধ্যে ঢাকায় ৩৯ জন আর পুরুষ ৩৩ জন, নারী ২১ জন, মোট আক্রান্ত ২১৮: আইইডিসিআর। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭৩৮০ জনের মৃত্যু, মোট মৃত্যু ৮২ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ১৯৭০ জন। মোট মৃত্যু ১২৮৫৪, আক্রান্তের দিক দিয়েও সবার ওপরে যুক্তরাষ্ট্র। এরপরেই ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪১৭ জনের। মোট মৃত্যু ১০৩২৮ জনের। মোট আক্রান্ত এক লাখ নয় হাজারের বেশি মানুষ। তবে মৃত্যুতে বিশ্বে এখনও শীর্ষ ইতালি, এরপরই স্পেন। ব্রিটেনে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক লাফে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর।

করোনাভাইরাস: পরীমনি বিয়ে করলেন, শুটিংয়েও অংশ নিলেন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৬ মার্চ ২০২০, ১২:৩৭
পরী
ছবি সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব যখন কাঁপছে। সমস্ত শুটিং বন্ধ। তারকারা ঘরের মধ্যে অবস্থান নিয়েছেন। এমন সময়েই জানা গেল ঢাকাই ছবির নায়িকা পরীমনি বিয়ে করেছেন। গত ১০ মার্চ রাতে রাজধানী রাজারবাগ এলাকায় পরীমনি ও নির্মাতা কামরুজ্জামান রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর তারা প্রকাশ করেন ১৯ মার্চ।

এমন একটা পরিস্থিতিতে তারা কেনই বা বিয়ে করলেন। আবার জানানও দিলেন এ নিয়ে কম সমালোচনা হয়নি।

এবার আরও একটি কারণে সংবাদের শিরোনাম পরীমনি। তা হলো নিষেধাজ্ঞা উপেক্ষা করে টানা ১১ দিন সিনেমার শুটিং করলেন পরীমনি। সঙ্গে ছিলেন সিয়াম।অ্যাডভেঞ্চার অব সুন্দরবনইউনিট মোট ৫০ সদস্যের টিম নিয়ে গেল ১৩ মার্চ সুন্দরবন অঞ্চলে যান তারা সবাই। ১১ দিন চলে শুটিং। আজ বৃহস্পতিবার গোটা টিমের ঢাকায় ফেরার কথা।

সিনেমাটি পরিচালক আবু রায়হান। করোনার এমন পরিস্তিতিতে এত বড় টিমের একসঙ্গে কাজ নিয়ে সমালোচনা হচ্ছে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, ‘সিনেমাটির শুটিংয়ের বিষয়ে আমাদের সমিতিতে জানানো হয়েছে। ধরনের সংকটময়ক সময়ে শুটিংয়ের যেকোনো ধরনের ক্ষতির দায়ভার তারা নিয়েছে। এছাড়াও গোটা টিম সর্বোচ্চ সতকর্তা নিয়ে শুটিং করেছে বলে আমাদের জানিয়েছে। করোনার জন্য তারা সবদিক থেকে সতর্ক ছিল বলে আমাদের জানানো হয়েছে।

যেখানে নাটকের শুটিং বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সিনেমা হল বন্ধ। সরকারিভাবে মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয়া হচ্ছে। এমন সময়ের কীভাবে ৫০ জনের টিম নিয়ে তারা শুটিং করলেন এ নিয়ে বোদ্ধারা প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন জীবনের চেয়ে কি শুটিং জরুরি হয়ে পড়ল?

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২১৮ ৩৩ ২০
বিশ্ব ১৪৮৪৮১১ ৩২৯৮৭ ৮৮৫৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়