logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০, ২৪ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩৫ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ মোট আক্রান্ত ১২৩, তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কেউই সুস্থ হননি: আইইডিসিআর। ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে, আক্রান্ত মোট ৪২৯৮: স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বব্যাপী মৃত্যু ৬৯ হাজার ৪৫৬ জন এবং আক্রান্তের ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২ হাজার ৪৮২ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১৫ হাজার ৮৮৭, আক্রান্ত এক লাখ ২৮ হাজার ৯৩৮ জন, দ্বিতীয় অবস্থানে স্পেন। এখন পর্যন্ত মৃত্যু ১২ হাজার ৬৪১ জনের এবং আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন: ওয়ার্ল্ডমিটার।

স্বাধীনতা দিবসে সিসিমপুরের ‘আমার দেশ, আমার গর্ব’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৫ মার্চ ২০২০, ২১:৫৫
স্বাধীনতা দিবস, সিসিমপুর, ‘আমার দেশ, আমার গর্ব’
বন্ধু আশীষের সঙ্গে টুকটুকির স্মৃতিসৌধ ভ্রমণ।

ছোট বন্ধুদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুরের বিশেষ একটি পর্ব দেখানো হবে আগামীকাল। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ‘আমার দেশ, আমার গর্ব’ শিরোনামের বিশেষ এই পর্বটির মূল উপজীব্য দেশপ্রেম। এতে ফুটে উঠবে দেশের ঐতিহ্য, শিল্প আর সাহিত্য। শিশুদের উপযোগী করেই তৈরি করা হয়েছে অনুষ্ঠানটি। ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টা ৩০ মিনিটে একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও দুরন্ত টিভিতে পর্বটি প্রচারিত হবে।

স্বাধীনতা দিবসের বিশেষ এই পর্বটি সাজানো হয়েছে টুকটুকির বন্ধু আশীষের সঙ্গে টুকটুকির স্মৃতিসৌধ ভ্রমণ নিয়ে। যেখানে টুকটুকি জানতে পারে স্মৃতিসৌধ সম্পর্কে অজানা অনেক গল্প। এছাড়াও থাকছে বাংলাদেশের বরেণ্য কবি এবং চিত্রশিল্পীদের নিয়ে মজার মজার সেগমেন্ট।

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ৩-৮ বছর বয়সী বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাকশৈশব শিক্ষা কর্মসূচি যা শিশুদেরকে করে তুলছে আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়।

সিসিমপুরের ১২তম সিজন দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে প্রতিদিন দুপুর ১২:৩০ ও বিকাল ৫:৩০ মিনিটে। এছাড়া প্রতি শুক্র, শনি, মঙ্গল আর বৃহস্পতিবার সিসিমপুর প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে।

জিএ

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১২৩ ৩৩ ১২
বিশ্ব ১৩০৯৪৩৯ ২৭৩৫৪৬ ৭০৭৯৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়