logo
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭

দিল্লির সংঘর্ষের ঘটনায় ব্যথিত নুসরাত

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪ | আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৮
ভারত, দিল্লি, সিএএ বিরোধী বিক্ষোভ, নুসরাত জাহান
নুসরাত জাহান

ভারতের দিল্লি যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সিএএ বিরোধী বিক্ষোভের ঘটনায় সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমে বাড়ছে। অশান্ত পরিস্থিতি সর্বত্র। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, সাধারণ নাগরিকের পাশাপাশি শিল্পী সমাজ প্রতিবাদ করছেন। কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্যের মতো টালিউড তারকারা বিষয়টি নিয়ে কথা বলেছেন। থেমে থাকেননি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

বুধবার সকালে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবি দেখে বোঝা যাচ্ছে ইংরেজি অক্ষরে ‘মুসলিম’ ও ‘হিন্দু’ শব্দ দু’টি লেখা। তবে উভয় শব্দ থেকেই ‘ইউ’ এবং ‘আই’ বর্ণ দু’টি অনুপস্থিত। এর নিচে লেখা, ‘তুমি (ইউ) এবং ‘আমি’ (আই) ছাড়া ‘আমরা’ হতে পারি না’।

ছবিটির ক্যাপশনে নুসরাত লেখেন, ‘আমি দুঃখিত, হতাশ, ব্যথিত। আমার দেশ জ্বলছে। আসুন আমরা ভুলে যাব না আমরা প্রথমে মানুষ। দয়া করে কেউ গুজব, ভুয়া খবর এবং ঘৃণা ছড়াবেন না।

জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৪৭৩৪১ ৩৬২৪২৮ ৬৩৮৮
বিশ্ব ৫৮৬১২৯৯৫ ৪০৫৭৫৯৪৭ ১৩৮৮৭১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়