• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস নিয়ে ভারতীয় গীতিকারের ক্ষোভ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৬
গীতিকার, মনোজ মুন্তাশির, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস
মনোজ মুন্তাশির

ফিল্মফেয়ার কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ভারতীয় গীতিকার মনোজ মুন্তাশির। মূলত পুরস্কার না পেয়ে অভিযোগের তীর ছুড়েছেন তিনি।

ভারতের গুয়াহাটিতে গেল শুক্রবার বসেছিল এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই সেরা গীতিকারের পুরস্কার পান ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি। ‘গলি বয়’ ছবির ‘আপনা টাইম আয়েগা’ গানের জন্য সেরা গীতিকারের নাম ঘোষণা হওয়া মাত্র ক্ষোভ ঝাড়েন মনোজ। তাঁর লেখা ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ গানটি ছিল সেরা গীতিকারের নমিনেশনে। কিন্তু শেষমেশ জয়ী হতে পারেননি তিনি। তাই অ্যাওয়ার্ড ঘোষণা হওয়া মাত্রই উঠে বেরিয়ে যান মনোজ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান মনোজ। তিনি লেখেন, অমি চেষ্টা করলেও তেরি মিট্টির থেকে একটা ভাল গান লিখতে পারব না। এই গানকে যারা সম্মান জানাতে পারেন না, তারা আসলে মানুষের দেশের প্রতি ভালবাসাকেই অসম্মান করেন। আমি আর কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাব না’।

গুয়াহাটির জমকালো অনুষ্ঠানে এবার ‘গলি বয়’-এর জয়জয়কার। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা সহ অভিনেতা, সেরা গীতিকার সহ ১৩টা অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাশা’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পেলেন রাজুব ভৌমিক
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
পুরস্কারপ্রাপ্তি : ইউনূস সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ
বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
X
Fresh