logo
  • ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

চলচ্চিত্রে পুরোপুরি মনোযোগ দিতে চাই: সজল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ আগস্ট ২০১৯, ২১:৩২ | আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১১:১২
জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল
আব্দুন নূর সজল। ছবি- সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। যুক্ত হলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন ছবিতে। ছবির নাম ‘জিন’। এই ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এ সময়ের তিন জনপ্রিয় অভিনয়শিল্পী পূজা চেরি, রোশান, পিয়া বিপাশা। তবে পূজা চেরির বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো।

সিনেমা সংশ্লিষ্টরা সজলকে নিয়ে বেশ আশাবাদী। ছবিটি নিয়ে সজল আরটিভি অনলাইনকে বলেন, ‘জিন’ জাজের ছবি। খুব ভালো গল্পে নির্মিত হচ্ছে। গল্প ভালো বলেই চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ২৬ তারিখে শুটিং এ অংশ নেব। হাতে এই মুহূর্তে একটি ওয়েবসিরিজ আছে। এই কাজটা শেষ করে ‘জিন’ চলচ্চিত্রে পুরোপুরি মনোযোগ দিতে চাই।

 

‘জিন’ ছবির নির্মাতা নাদের চৌধুরী জানান, আগামী ২৬ আগস্ট ‘জিন’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। হরর ঘরানার সিনেমা ‘জিন’ ছবির শুটিং শুরু হবে মধুমিতা হাউজিংয়ে মডেল টাউনে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হবে।

‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সজলের। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতার বিভিন্ন সময় নতুন ছবির অফার পান বলে আগেই জানিয়েছিলেন। তবে বিভিন্ন কারণে যুক্ত হওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

জিএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়