logo
  • ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

শাহরুখকে হেলমেট পরার অনুরোধ করলেন শচীন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ জুন ২০১৯, ২১:৫৪ | আপডেট : ০২ জুলাই ২০১৯, ০২:৫৩
শাহরুখ খান ও শচীন টেন্ডুলকার

ব্যাট হাতে হেলমেট পরে ২২ গজে জাদু দেখাতেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি ভালোভাবেই জানেন হেলমেট ব্যবহারের প্রকৃত সুফলের কথা। তবে বন্ধু হেলমেট পরবেন না, তা কি হয়। বন্ধুকেও হেলমেট পরার পরামর্শ দিলেন তিনি। বাইকে চড়ে কখনও যেন হেলমেট না খোলে, সেই অনুরোধ করলেন ভারতীয় এই ক্রিকেট তারকা।

বলিউড কিং শাহরুখ খান সম্প্রতি অভিনয় জগতে ২৭ বছর পূর্ণ করলেন। জীবনের এই কঠিন যাত্রাকে স্মরণ করে টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা নিজেই। নিজের পথচলার কথা উল্লেখ করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। আর ভিডিওটি দেখে স্থির থাকতে পারেননি শচীন টেন্ডুলকার। তিনি শাহরুখের বিভিন্ন ছবির নাম উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে হেলমেট ব্যবহার করতে বলেছেন প্রিয় বন্ধুকে।

শচীনের কথার জবাবে শাহরুখ লিখেছেন, বন্ধু, হেলমেট পরে আমি অনড্রাইভ, অফ ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ করা তোমার থেকে আর কে ভালো শেখাতে পারে বলো! আমি আমার উত্তরসূরি নাতি-নাতনিদের বলব, আমার ‘ড্রাইভিং’ এর শিক্ষাটা বিখ্যাত শচীন টেন্ডুলকার কাছ থেকে শিখেছি। শিগগিরই দেখা হবে বন্ধু। দুজনে মাছের তরকারি খাব।

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়