logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

সালমানের সঙ্গে বন্ধুত্ব, না জানা তথ্য দিলেন শাহরুখ

বলিউড তারকা সালমান খানের ৫১তম জন্মদিন ছিল মঙ্গলবার। এ দিনে তার সম্পর্কে বেশকিছু মজার তথ্য শেয়ার করেছেন তার প্রিয় বন্ধু শাহরুখ খান। বলেছেন নিজেদের মধ্যে মান-অভিমান ও ভালো লাগার কথা। যদিও সালমানের সঙ্গে তার বন্ধুত্ব আজকের নয়। মাঝে অবশ্য বেশ কয়েকবছর মুখ দেখাদেখিও বন্ধ ছিল।

বন্ধুত্বের যাত্রা সম্পর্কে কিং খান বলেন, ‘আমদের মধ্যে কখন থেকে বন্ধুত্ব হয়েছে তা মনে পড়ছে না। আমি মনে করার চেষ্টা করেও পারছি না। আর যদি মনে করতে না পারেন এটা কবে শুরু হলো তার মানে এ বন্ধুত্ব কোনোদিন শেষ হবে না। আপনি জানেন না কখন‚ কোথায় এবং কীভাবে সম্পর্ক হলো; আমার মনে হয় এটাই প্রকৃত বন্ধুত্ব।’

তিনি বলেন, ‘আমর মতো সালমানও মনে করতে পারবে না আমাদের বন্ধুত্ব কবে শুরু হয়। তবে “করণ অর্জুন” ছবির আগে আমি মাঝে মাঝেই তাদের বাড়ি যেতাম। তার ভাই-বোনকে আমি আগে থেকেই চিনতাম। তখন সালমান বড় স্টার। সব সময়ই শ্যুটিংয়ে ব্যস্ত। মাঝে মাঝে মুখোমুখি দেখা হলে আমরা একে অপরকে শুধু হাই বলতাম।’

‘করণ অর্জুন করতে গিয়েই আমি সালমানকে ভালো করে চিনেছি। আমরা মাঝে মধ্যেই শুটিং থেকে লং ড্রাইভে চলে যেতাম। কেউ জানতেও পারতো না। ফিরতাম পরের দিন। সারারাত কেউই ঘুমাতাম না’ বললেন বলিউড বাদশাহ।

শাহরুখ যোগ করেন, ‘সালমান নিজের আইডেনটিটি তৈরি করেছে আর আমি আমার। সে কোনোদিন এসে আমাকে বলবে না- “তুমি এটা করো, এটা করো না।” আসলে আমাদের বন্ধুত্বের বেস্ট জিনিস কি জানেন, আমরা দুজনেই অন্য কারুর পরামর্শ নেই না।’

দু’জনের ঝগড়া নিয়ে শাহরুখ বললেন, ‘হ্যাঁ‚ আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। ভবিষ্যতেও হতে পারে। কিন্তু ঝগড়া হলেও আমারা একে অপরকে পছন্দ করি। এতে অনেকেই অবাক হবেন। কিন্তু এটাই সত্যি।’

মূলত সালমানের প্রেমিকাদের নিয়েই দু’জনের মধ্যে বারবার ঝগড়া হয়েছে। সালমনের সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনে বন্ধুর সঙ্গে দুষ্টুমি করতে করতে কিং খান সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে মজা করে দুয়েকটা কথা বলে ফেলেন। সঙ্গে সঙ্গেই চটে যান সল্লু। পারলে তখনই শাহরুখকে মেরে তক্তা বানিয়ে দেন! অনুষ্ঠানে উপস্থিত আরেক খান আমির আর ক্যাটরিনা সালমানকে শান্ত করেন। তবে এসবে মনের ঝাল মেটেনি। তাই কয়েকদিন পর একরাতে মাতাল হয়ে ছুটে গেলেন শাহরুখের বাড়িতে। ভাগ্যিস সেদিন শুটিংয়ে ছিলেন শাহরুখ। বেচারা সালমান তখন বাড়ির বাইরে দাঁড়িয়েই গালাগালি আর হুমকি ধামকি দিয়ে ফিরে যান।

এস

RTV Drama
RTVPLUS