• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গল্প সংকটে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৯, ১৫:৩৮

চলতি বছর ‘যদি একদিন’ ছাড়া কোনও সিনেমাই সাড়া ফেলতে পারেনি। যদিও সংশ্লিষ্টরা আশা করছেন ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো ব্যবসা সফল হবে। তবে দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’র কোন ছবি নেই ঈদে। ‘পাসওয়ার্ড’, ‘নোলক’ ও ‘আবার বসন্ত’- এই তিনটি ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে, এমন আশা সংশ্লিষ্টদের।

ভালো সিনেমা না থাকায় হল বিমুখ সিনেমাপ্রেমীরা। তবে এক শ্রেণির মানুষের কাছে হলে সিনেমা দেখাই বিনোদন। ফলে ঈদের মতো উৎসবে পরিবার-পরিজন নিয়ে তারা অনেকেই সিনেমা দেখে থাকেন। ঈদ আসলে বেশির ভাগ হলই হাউজফুল থাকে। ভালো সিনেমার আশায় থাকেন হল মালিকরা। সারা বছর বন্ধ থাকা হলও ঈদ মৌসুমে ভালো ব্যবসা করে থাকে।

তবে ঈদে মুক্তিপ্রাপ্ত মালেক আফসারী পরিচালিত পাসওয়ার্ড ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নকলের অভিযোগ উঠেছে।

অন্যদিকে নকল ছবি নিয়ে বিরক্ত সিনেমা হল মালিকরাও। কথা প্রসঙ্গে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ আরটিভি অনলাইনকে বলছিলেন, আমাদের আশে পাশের গল্প নিয়েই অনেক সুন্দর ছবি নির্মিত হতে পারে। গ্রামীণ প্রেক্ষাপটে, রোমান্টিক, পারিবারিক, মুক্তিযুদ্ধের ছবি। অনেক সাবজেক্ট আছে ছবি নির্মাণের। খান আতা (চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান) মুক্তিযুদ্ধ নিয়ে দারুণ ছবি বানিয়েছেন।

তিনি আরও বলেন, আগেরদিনেও বাইরের ছবির সত্ত্ব কিনে এদেশের নির্মাতা ছবি করেছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আসল ছবির চেয়ে তারা ভালো নির্মাণ করেছেন। এখনকার চলচ্চিত্র পরিচালকদের উচিত আগের সেইসব কালজয়ী ছবি দেখে অনুপ্রাণিত হয়ে কাজ করা। সিনিয়র পরিচালক, কাহিনীকারদের সঙ্গে গল্প নিয়ে কথা বলা। সবাই মিলিতভাবে কাজ করলেই ভালো ছবি করা সম্ভব।

একের পর এক সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেশ কয়েকজন প্রযোজক সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ছবি তৈরি প্রসঙ্গে পাসওয়ার্ড সিনেমার প্রযোজক এমডি ইকবাল বলেন, কোনটা কোন দেশের সিনেমা আমি বলবো না, তবে পুরো পৃথিবীতে অল্প কয়েকটি গল্প ভেঙে সবাই সিনেমা বানাচ্ছেন। ভালো সিনেমা বানাতে হলে সরকারকে এই ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। হলগুলো উন্নত করতে হবে, খুলে দিতে হবে।

ঈদে সিনেমা মুক্তির ঘোষণা দিয়েও সরে দাঁড়িয়েছে জাজ মাল্টিমিডিয়া। দায়িত্ব নিয়েছে নোলক ছবির পরিবেশনার।

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বলেন, নোলক, পাসওয়ার্ডের যে বাজেট এই টাকাটা কি ঈদের বাজার থেকে উঠে আসবে। এটা লোকসান হলে শুধুমাত্র কি জাজের লোকসান হবে। এটা তো ইন্ডাস্ট্রির টাকা। সবার ক্ষতি।

মৌলিক গল্প, ভালো নির্মাণ পাশাপাশি সিনেমা হলের পরিবেশ ফিরিয়ে আনলেই চলচ্চিত্রের সোনালি দিন ফিরে আসবে বলে মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh