logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

সূফী গান নিয়ে ফাহিম ফয়সাল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ মে ২০১৯, ১৮:২৪
প্রকাশিত হলো কণ্ঠশিল্পী ফাহিম ফয়সাল এর সূফী ঘরানার নতুন গান ‘সিজদাহ করি তোমায়’। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘জি-সিরিজ’-এর ইউটিউব চ্যানেলে।

bestelectronics
গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের মাঝে যে প্রেম, যে সম্পর্ক থাকে তার ওপর ভিত্তি করেই সূফী গান নির্মাণ হয়। আর সূফী গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। আমি এই গানটি পুরোপুরি সৃষ্টিকর্তার প্রশংসা করেই লিখে গেয়েছি। চেষ্টা করেছি প্রকৃতি ও প্রাকৃতিক কিছু চিরন্তন সত্য বিষয় গানের ভেতর তুলে ধরতে।

তিনি আরও বলেন, খুব সহজ সরল কথামালা, সুর ও সঙ্গীত দিয়ে গানটি সাজিয়েছি। আশা করি সৃষ্টিকর্তার স্মরণে প্রশংসামূলক এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দেবে।

এম/জেবি 

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়