logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

শতাব্দীর হ্যাটট্রিক

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৩ মে ২০১৯, ২২:১৩
টালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। দর্শকনন্দিত এই অভিনেত্রী রাজনীতির ময়দানেও সফলতার সঙ্গে পথ চলছেন।

bestelectronics
২০০৯ সালে তৃণমূলের  হয়ে প্রথমবার টিকিট পেয়ে বীরভূম আসনে জিতেছিলেন শতাব্দী রায়৷ এরপর ২০১৪ সালের পর আবার ২০১৯-এ এসে নিজের সিট ধরে রাখলেন শতাব্দী৷

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধ কুমার মন্ডলকে হারিয়ে সিট ধরে রাখলেন বাংলা সিনেমার এই সুপার হিট নায়িকা৷

শতাব্দীর প্রাপ্ত ভোট ৫২৯৩৫০, অন্যদিকে বিজেপি-র দুধকুমার মন্ডল পেয়েছেন ৪,৮৩৭৪৫ ভোট৷ ৪৫,৬০৫ ভোটে জিতেছেন তিনি৷

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের দুর্গে আঘাত হেনেছে বিজেপি। ২০১৪ সালে বাংলায় তারা ৪২টি আসনের মধ্যে ২টি জয় লাভ করেছিল। এবারের নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮টি প্রায়। সেই জায়গা থেকে শতাব্দীর এই জয় তৃণমূলের হালে পানি এনে দিয়েছে বলাই যায়।

এম

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়