logo
  • ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ৭ কার্তিক ১৪২৬

নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন মারা গেছেন

আরটিভি অনলাইন ডেস্ক
|  ২২ মে ২০১৯, ২২:৫৮ | আপডেট : ২২ মে ২০১৯, ২৩:২২
প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১০টা ১৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল  ৮৪ বছর।

আগামীকাল বৃহস্পতিবার পৈত্রিক বা‌ড়ি কু‌ষ্টিয়ার কোটপাড়ায় তা‌কে দাফন করা হ‌বে বলে জানিয়েছেন শিল্পীর ছেলে আসিফ হো‌সেন। এর আগে তার মরদেহ হাসপাতা‌লের আনুষ্ঠানিকতা সে‌রে রাতে মোহাম্মদপু‌রের বাসায় নেওয়া হ‌বে।

শিল্পী খালিদ হোসেন দীর্ঘদিন যাবৎ হৃদ্‌রোগে ভুগছিলেন।  চিকিৎসকরা জানিয়েছেন, তার কিডনির জটিলতা, ফুসফুসেও সমস্যা ছিল। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাও ছিল।

খালিদ হোসেন নজরুল সংগীতের শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন ধরে। তিনি একুশে পদক পেয়েছেন ২০০০ সালে। খালিদ হোসেনের গাওয়া নজরুল সংগীতের ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আরও আছে একটি আধুনিক গানের অ্যালবাম ও ইসলামি গানের ১২টি অ্যালবাম।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়