• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রবীন্দ্র পুরস্কার পেল ছায়ানট

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭
ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবি ঠাকুরের সৃষ্টিকে প্রচার ও প্রসারে অবদান রাখায় ‘টাগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

আজ (১৮ ফেব্রুয়ারি) বেলা এগারটায় দিকে দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ছায়ানটের সভাপতি ড. সনজীদা খাতুনের কাছে পদকটি হস্তান্তর করেন।

পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ড ২০১৫ সালের জন্য ছায়ানটকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করেন। রবি ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১২ সাল থেকে পুরস্কারটি প্রবর্তন করা হয়। এসময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সেতারশিল্পী রবিশংকরকে দিয়ে এ পুরস্কার প্রদান শুরু করেন। পুরস্কারের আর্থিক মুল্য এক কোটি টাকা।

ছায়ানট ১৯৬১ সাল থেকে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতির প্রচার প্রসারে ভূমিকা রাখছে। রবীন্দ্র ও নজরুলকে সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে পরিচিতি দিতে ছায়ানট অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। বাঙালি সমাজ ও সংস্কৃতি এমনকি স্বাধীনতা আন্দোলনে ছায়ানট অসামান্য ভূমিকা রেখেছে।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণে রমনা বটমূলে ছায়ানটের প্রস্তুতি
X
Fresh