logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

বাংলাদেশের মেঘলার সিনেমা মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৯ জানুয়ারি ২০১৯, ২৩:১১ | আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২৩:৫৫
বাংলাদেশের মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা। যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এবং ‘নবাব’ ছবিতে অভিনয় করেছিলেন। পরবর্তীতে খানিকটা সময় চুপচাপ ছিলেন তিনি।

bestelectronics
হঠাৎ জানালেন তেলেগু ছবিতে অভিনয় করেছেন। এবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেঘলার সেই সিনেমা। আগামী ১ ফেব্রুয়ারি দক্ষিণের পাঁচটি স্টেট তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের ১৫০টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

এর আগে ছবিটি নিয়ে মেঘলা আরটিভি অনলাইনকে বলেছিলেন, জীবনের প্রথম এমন বড় আয়োজনের কোনও সিনেমায় কাজ করলাম। ভীষণ ভালো লাগছে। আপনি জানেন আমি বেশ কয়েক বছর ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে (ঢালিউড) কাজ করছি। আমার অভিনীত নতুন সিনেমার নাম ‘সাকালাকালাভাল্লাবুডু’ এটি তেলেগু ভাষা। ‘সাকালাকালাভাল্লাবুডু’র ইংরেজি অর্থ হলো অল-রাউন্ডার। পরিচালনায় শিভা গণেশ। আমার বিপরীতে আছেন তানিস্ক রেড্ডি। আর আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সেখানকার গুণী অভিনেতা সুমান টেলওয়ার। সিনেমাটি প্রযোজনা করেছে সিমহা ফিল্মস অ্যান্ড ইউভান টুরিং টকিস।

ছবিটির গল্প নিয়ে এই নায়িকা বলেন, এটি রোমান্টিক অ্যাকশন-কমেডি মুভি বলতে পারেন। আমি একজন পুলিশ অফিসারের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেখানে ভিলেন আমাকে পছন্দ করেন। একটা পর্যায়ে আমাকে কিডন্যাপ করা হয়। অন্যদিকে নায়ক আমাকে উদ্ধার করেন। পুরো মুভিটি চোর-পুলিশ খেলার মতো বলতে পারেন। প্রতিটা মুহূর্তে এক ধরনের উত্তেজনা থাকবে।


আরও পড়ুন :

এম/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়