• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মনোনয়নপত্র জমা দিলেন অপু বিশ্বাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন রাজনীতির মাঠেও সরব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনেছিলেন অপু। আজ রোববার মনোনয়নপত্র জমা দেন নায়িকা।

মনোনয়নপত্র জমা দেয়ার পর অপু বলেন, ‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েই রাজনীতিতে নেমেছি। আমাকে ও আমার সন্তানকে নিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। সবাই সেটি জানেন। একজন নারী হয়ে আমি বুঝি যে নারীদের কতটা সমস্যায় পড়তে হয়।

তিনি আরও বলেন, আমাদের সবার প্রিয় মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দিবেন।

এর আগে গেলো ১৫ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় করেন অপু।

বিরতি ভেঙে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির মাধ্যমে ফিরেছেন অপু বিশ্বাস। ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী। পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবিটির শুটিং শেষের পথে রয়েছে।

অন্যদিকে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু।

এম/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
রোদে ত্বক ভালো রাখবেন যেভাবে
X
Fresh