logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

দেশে ফিরে যা বললেন মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণকারী ঐশী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ ডিসেম্বর ২০১৮, ২০:০০ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১১:১৭
‘মিস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতার শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। এক মাসের আয়োজন শেষে গতকাল সোমবার (১০ ডিসেম্বর) বাসায় ফিরেছেন তিনি। গতকাল দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি ঢাকায় পা রাখেন। আসরে অংশ নিতে ১১ নভেম্বর চীনে পৌঁছান এই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

bestelectronics
বর্তমানে রয়েছেন নিজের বাড়িতেই। ভ্রমণের ক্লান্তি কাটাতে বিশ্রাম করছেন। তারই ফাঁকে জানালেন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার ছোট্ট অনুভূতি। ঐশী বলেন, ‘অনেক কিছু জানা হলো, শেখা হলো। মানুষের মনের সৌন্দর্যকে কিভাবে প্রকাশ করতে হয়, উপলব্ধি করতে হয় বুঝেছি। সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা। অন্তর শোবিজের কাছে চিরদিনের কৃতজ্ঞতা আমাকে এমন একটি প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্য।’

ঐশী বলেন, ‘সবচেয়ে বড় আনন্দটা হলো দেশের প্রতিনিধিত্ব করতে পারা। ওখানে একটা পরিবারের মতো সময় কাটিয়েছিলাম সব প্রতিযোগীরা। তার ভিড়ে প্রত্যেকেই তার নিজের দেশের জন্য সম্মান বয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। এ অন্য রকম এক প্রতিযোগিতা।’

এই সুন্দরী বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার নিজের কোনও ফেসবুক আইডি ছিলো না। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে আপডেট দেয়া হয়েছে পুরো আসরটির। যারা আমার জন্য সমর্থন, শুভেচ্ছা জানিয়ে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশ্ব সুন্দরীর মঞ্চে সামনের দিনগুলোতে আশা করি আরও অনেক বড় সাফল্য আসবে বাংলাদেশের।’

প্রসঙ্গত, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮ তম আসরের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নেন তিনি। এই ৩০ জনকে নিয়েই গেল ৮ ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’র জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানে নিজের নাম লিখিয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা প্রথম বাংলাদেশি ফাইনালিস্ট হিসেবে রেকর্ড করেন ঐশী।

ডি/এমকে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়