• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উল্টাপুল্টা: বাবা থাকে বাসায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৮, ১৫:১০
‘উল্টাপুল্টা: বাবা থাকে বাসায়' এর ‍দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ। ছবি: সংগৃহীত

ভাষা ও উদয়ের প্রতিদিনই কিছু না কিছু উল্টাপুল্টা সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ মা সারাদিন থাকেন অফিসে আর বাবা থাকেন বাসায়। বাবা বাসার সব কাজ সামলে উঠতে হিমশিম খাচ্ছেন।

এমন অবস্থায় একদিন ভাষা ও উদয়কে স্কুল থেকে বলা হয়েছে এক রাতের মধ্যে বীজ থেকে গাছ তৈরি করে নিয়ে যেতে হবে। সেই সাথে একটা সোয়েটারও তৈরি করতে হবে। মা-বাবা ভেবে ভেবে কোনও উপায় বের করতে পারলেন না।

এমন সময় বেড়াতে আসলেন চকলেট দাদু। চকলেট দাদুই এখন ওদের এই সমস্যার সমাধান করবেন। ‘উল্টাপুল্টা: বাবা থাকে বাসায়’- এর শনিবারের পর্বে চকলেট দাদুর ভূমিকায় দেখা যাবে খ্যাতিমান অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে। এটি দেখা যাবে শনিবার রাত সাড়ে ৮টায় দুরন্ত টিভিতে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নাফিসা জারিন মৌমি, রোহান, রাহিল, তৌকির আহমেদ, বিজরী বরকতউল্লাহ, আবুল হায়াত, দিলারা জামান, মিথিলা, শম্পা রেজা, আজাদ আবুল কালাম, তারিক আনাম খান, গাজী রাকায়েত, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভুঁইয়া, ইন্তেখাব দিনার, ইলোরা গওহর, আজম খান ও রিচি সোলায়মান।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh