• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তাদের ‘বিশুদ্ধ ভালোবাসা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫০

আবারও নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন মডেল কাম চিত্রনায়ক সুমিত। ‘বিশুদ্ধ ভালোবাসা’ শিরোনামে গানটিতে তার বিপরীতে আছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা। লিখেছেন তুষার হাসান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

ভিডিও পরিচালনা করেছেন গীতিকার তুষার হাসান নিজেই। গানটিতে মডেল হওয়া প্রসঙ্গে সুমিত বলেন, কাজের ক্ষেত্রে আমি সংখ্যায় না, মানে বিশ্বাসী। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি এটি একটি ভালো কাজ হয়েছে। ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। গানটিও সুন্দর। আর ভিডিওতে আমার বিপরীতে অভিনয় করেছে তাসনুভা তিশা। সেও খুব ভালো। কাজের ব্যাপারে খুব সিরিয়াস। সবমিলে পুরো শুটিং টিমকে ধন্যবাদ।

গায়ক শাওন গানওয়ালা বলেন, ‘নতুন গানটির মধ্যে ভিন্নতা রাখার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি নান্দনিক একটি ভিডিও নির্মিত হয়েছে গানটির। দর্শক-শ্রোতারা পছন্দ করবেন বলে আশা করছি।

জানা গেছে, গানটি চিত্রকল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই প্রকাশ করা হবে।

সম্প্রতি সঙ্গীতশিল্পী পিয়াল হাসানের ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ গানে মডেল হিসেবে দেখা যায় সুমিতকে। এতে তার বিপরীতে মডেল ছিলেন স্পর্শিয়া।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh