logo
  • ঢাকা মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬

সুস্থ হয়ে উঠছেন ইরফান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ জুলাই ২০১৮, ১৬:৩৭
বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত।  তার এ রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’।

এখন যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। ইরফানের অসুস্থতার খবর জানার পর থেকেই তাকে সাহস জুগিয়েছেন সহকর্মী ও ভক্তরা।

যুক্তরাজ্যে যাবার পর স্বয়ং শাহরুখ খান তার বাড়ির চাবি দিয়েছেন সেখানে থাকার জন্য। এবার ইরফান ভক্তদের জন্য আশার খবর হলো- ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এই অভিনেতার কাছের বন্ধু এবং পরিচালক বিশাল ভরদ্বাজ এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিশাল জানিয়েছেন, ‘ইরফানের সঙ্গে  যোগাযোগ রয়েছে। ইরফানের সঙ্গে আমার প্রায়ই কথা হচ্ছে। সুস্থ হচ্ছেন ইরফান। আমাদের প্রার্থনা সবসময়ই রয়েছে ওর সঙ্গে। আশা করছি, দ্রুত ও পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজে হাত দেবে।’

বিশাল আরও বলেন ‘হোয়াটসঅ্যাপে আমাদের কথাবার্তা চলতেই থাকে। তবে ইদানিং ইরফান আমাকে ঘুমপাড়ানি গানও রেকর্ড করে শোনায়।’

ভারতের এই অভিনেতা হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেই পরিচিতি পান। তিনি তামিল ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও হলিউডের ছবিতেও কাজ করে প্রশংসিত হন।

এম/পিআর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়