• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে শাকিবের যে সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ অক্টোবর ২০২৪, ১৫:১০
শাকিব খান

ঢালিউডে কাজের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন শাকিব খান। এবার সে গণ্ডিও পেরিয়ে যাচ্ছেন তিনি। শিগগিরই পাকিস্তানের প্রেক্ষাগৃহে উর্দু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘তুফান’।

আগামী ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা রায়হান রাফী। এর আগে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে মুক্তি পায় ‘তুফান’।

এ প্রসঙ্গে রাফী বলেন, আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছেন।

গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় ‘তুফান’। এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলে এটি।

প্রসঙ্গত, ‘তুফান’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। এ ছাড়া আরও আছেন, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত মাস থেকে ওটিটিতেও দেখা যাচ্ছে সিনেমাটি।


আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিবের ‘দরদ’কে পাকিস্তানের না
ঈদে আসছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’
শাকিবের সঙ্গে কাজ না করার কারণ জানালেন দীঘি
এক ফ্রেমে ঢালিউডের দুই খান