• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মৃত্যু নিয়ে নিজের ইচ্ছের কথা জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৪

কেউ বলে বলিউড বাদশা আবার কেউ বলে কিং খান। বলিউডে তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার। বলছি শাহরুখ খানের কথা। দেখতে দেখতে চলচ্চিত্রে তার ৩০ বছরের সময় পার হলেও বাকি জীবনটাও এভাবে অভিনয়ের সঙ্গেই বাঁচতে চান কিং খান। চলতি বছর সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী লোকার্নো চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেতা। সেখানেই এই মনোবাসনার কথা জানালেন তিনি।

চিরকাল অভিনয় করবেন কি না—এমন প্রশ্নে শাহরুখ বললেন, ‘আমি কি আজীবন অভিনয় করব? হ্যাঁ, মৃত্যুদিন পর্যন্ত, আমার জীবনের স্বপ্ন হলো কেউ একজন বলবেন, ‘অ্যাকশন!’ এবং আমি মারা যাব। তারপর তারা বলবেন, ‘কাট’ এবং আমি আর উঠব না। এখন শেষ, প্লিজ? আমি বলি, ‘না, যতক্ষণ না আপনারা সবাই বলছেন এটা ঠিক আছে, আপনারা সবাই বলবেন এটা আমার জন্য ঠিক আছে। হ্যাঁ, আমি চিরকাল অভিনয় করতে চাই।

অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে শাহরুখের মন্তব্য, যেমনটা আমি বলেছিলাম, আমি খুব সিরিয়াস অভিনেতা নই। অভিনয় সম্পর্কে আমার ভেতরে কিছু আশ্চর্যজনক জিনিস খুঁজে পেয়েছিলাম, যা লোকেদের দেখানো যায়। আমি শুধু আমার অভিনয়ের মাধ্যমে জীবনের আনন্দ উদযাপন করি। আমার ক্ষেত্রে, আমি যদি বিনোদন দিতে সক্ষম হই, তাহলে যেকোনো অর্থ তৈরি করতে সক্ষম হবেন; এটা পাগল কিংবা বিজ্ঞানী উপায়ে নয়।

যেকোনো সৃষ্টিশীলতার মাঝে আনন্দ খুঁজে পান শাহরুখ। এই অভিনেতা বলেন, আমি সৃষ্টি করি, শুধু সৃষ্টি করি, আনন্দ ভাগ করে নিতে আর ভালোবাসা দিতে। আর্ট, পেইন্টিং, গান, মিউজিক—সবই আমার কাছে একই জিনিস। কোনো পার্থক্য নেই। আমি যদি আপনাকে দুই মিনিটের জন্যও বিনোদন দিতে পারি, এটি ভালোবাসা। আমি যদি কাউকে ৫০ বছর ধরে ভালোবাসতে পারি, সেটাই বিনোদন। আমি যদি ৩০ সেকেন্ডের জন্য কাউকে বিনোদন দিতে পারি, তবে তা সৃজনশীলতা। তাই আমি একই জিনিসের জন্য আলাদা আলাদা নাম খুঁজে পাই, এবং আমি সত্যিই এই আনন্দ উপভোগ করি, যাতে মানুষ এক ঘণ্টা বা তারও বেশি সময় ধরে অনুভব করে এবং নিজেদের উপভোগ করে।

এদিকে, নতুন সিনেমার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলিউড বাদশাহ। তার আসন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে ‘কিং’। ক্রাইম ঘরানার গল্পে এটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। যেখানে কন্যা সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন শাহরুখ। ২০২৬ সালে এটি থিয়েটারে আসছে অভিনেতার রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে বাড়িতে নাচতে যত টাকা নেন বলিউড তারকারা
শাহরুখের সিনেমার গানে ডুয়া লিপার পারফর্ম
যে কারণে ইসলাম ধর্মই বেছে নেন শাহরুখপুত্র, জানালেন গৌরী
খুনের হুমকিদাতা শাহরুখের তথ্য যেভাবে পেতেন