• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাফীর চ্যালেঞ্জে অমির কড়া জবাব

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ১২:২৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ওয়েব ফিল্ম নির্মণেও ব্যস্ত এই পরিচালক। সম্প্রতি রাফী পরিচালিত ‘মায়া’ ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যে দর্শকমনে দাগ কেটেছে।

এদিকে, দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। ‘হোটেল রিল্যাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ দিয়ে কাঁপিয়েছেন ওটিটি।

অন্যদিকে প্রথমবার ওয়েব সিরিজ বানাতে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী বেছে নিয়েছেন একই প্ল্যাটফর্ম। সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অমিকে। বঙ্গে গড়া অমির সব রেকর্ড ‘ব্ল্যাক মানি’দিয়ে ভেঙে দেবেন বলে মন্তব্য করেছেন।

এবার অমি ঘোষণা দিয়েছেন তার নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইটে’র। মুক্তি পাবে ভালোবাসা দিবসে। তবে কি নভেম্বরে মুক্তি পাওয়া রাফীর ‘ব্ল্যাক মানি’কে জবাব দিতে চান হাউ সুইট দিয়ে? বিষয়টি নিয়ে কথা বলেন অমি।

অমি বলেন, ‘‘আমি সবসময় চেষ্টা করি আমার আগের কাজকে ছাড়িয়ে যেতে। বঙ্গতে প্রথম বানাই ‘হোটেল রিল্যাক্স’। এর চেয়ে ভালো করে ‘অসময়’ বানানোর চেষ্টা করেছি। ‘দুঃখিত’ আরও ভালো করার চেষ্টা ছিল। আমার শেষ কাজ ‘ফিমেল ৪’। এটি দিয়ে ‘দুঃখিতকে ছাড়ানোর চেষ্টা করেছি। এবার চেষ্টা থাকবে ‘হাউ সুইট’ দিয়ে ‘ফিমেল ৪’কে ছাড়ানোর। আমার চ্যালেঞ্জ মূলত এটা।’’

এরপর রাফীর চ্যালেঞ্জ নিয়ে বলেন, ‘‘রাফী আমার কাজকে ছাড়িয়ে যেতে চায়। এটা তার চ্যালেঞ্জ, আমার না। আমার চ্যালেঞ্জ হচ্ছে ‘হাউ সুইট’ দিয়ে ‘ফিমেল ৪’ কে ছাড়িয়ে যাওয়া। কেননা আমি আমাকে ছাড়িয়ে যেতে চাই। আমার কাজ চ্যালেঞ্জ দেয়া নয়, আমার কাজ হলো ভালো কাজ উপহার দেয়া।’’

অমির ‘হাউ সুইটে’ থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।

আরটিভি / এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও ফারিণকে নিয়ে যা জানালেন নির্মাতা অমি
ঈদে আসছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’
এক জাহাজের কারণে থমকে আছে রাফী-জিতের ‘লায়ন’!
ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী