নেইমারের সিগনেচার দেওয়া জার্সি পেয়ে উচ্ছ্বসিত জাহিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ ছোটবেলা থেকে গানের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন গৃহশিক্ষক রানু স্যারের কারণে। তিনি অনেক বেশি গান শুনতে পছন্দ করতেন। যা ধীরে ধীরে জাহিদকে প্রভাবিত করে। গান শুনে শুনেই গাইতে চেষ্টা করতেন তিনি। গানের প্রতি এ ভালোবাসা থেকেই দেশীয় রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন-২’তে অংশ নেন তিনি। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহিদ।
এদিকে গানের পাশাপাশি ফুটবলেও ঝোঁক আছে জাহিদের। তার পছন্দের প্লেয়ার ব্রাজিলের নেইমার। এবার সেই পছন্দের খেলোয়াড়ের সিগনেচার দেওয়া জার্সি পেলেন জাহিদ। তাকে এটি পৌঁছে দিয়েছেন নেইমারের বন্ধু বাংলাদেশের রবিন মিয়া।
রবিন মিয়া নামটির সঙ্গে এ দেশের ফুটবলপ্রেমীরা কম-বেশি পরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপের সময় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের সঙ্গে এই বাংলাদেশি যুবকের বন্ধুতের সম্পর্কের বিষয়টি সামনে আসে।
এদিকে নেইমারের সিগনেচার দেওয়া জার্সি পেয়ে বেশ উচ্ছ্বসিত জাহিদ। আরটিভিকে তিনি বলেন, আসলে এই প্রাপ্তিটা কত আনন্দের তা বলে বোঝাতে পারবো না। পছন্দের খেলোয়াড়ের সিগনেচার করা জার্সিটা আমাকে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ রবিন মিয়া ভাইকে।
আরটিভি/এএ/এসএ
মন্তব্য করুন