যে কারণে মেয়েটির পরিবারের সন্ধান চান মেহজাবীন
মানসিকভাবে ভারসাম্যহীন এক তরুণীর ছবি শেয়ার করে ফারহানা রহমান নামের এক নেটিজেন সামাজিকমাধ্যমে স্বজনদের খোঁজ করছেন। এই অনুসন্ধান আরও বেগবান করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বুধবার (১৬ অক্টোবর) মেহজাবীন চৌধুরী তার সামাজিকমাধ্যমে ফারহানা রহমানের ফেসবুক আইডি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন অ্যালাট।
শেয়ার করা ওই পোস্টে লেখা আছে, আপুটা চট্টগ্রামের ভাষায় কথা বলতেছেন। কথাবার্তায় শিক্ষিত বোঝা যাচ্ছে। তবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। সম্ভবত প্রেমঘটিত কোনো বিষয়ে ট্রমাটাইজড হয়ে ভারসাম্য হারায়ে ফেলছেন। রিদয় ও শায়লা নামের দুইজনের কথা বলতেছেন। আপনার আশেপাশে একটু দ্রুত খোঁজখবর নিন। আমার ফ্রেন্ডলিস্টের চট্টগ্রামের মানুষজন একটু দেখেন আশেপাশে খুঁজে এমন কেউ মিসিং আছে কি না!
মেয়েটি বর্তমানে নোয়াখালীতে আছেন উল্লেখ করে তিনি বলেন, উনি আপাতত নোয়াখালীর সোনাপুরের দত্তেরহাটের পেট্রোল-পাম্পের এইখানে আছেন। খোঁজ পেলে দ্রুত যোগাযোগ করবেন। 01875024601, আলজকি হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরটিভি /এএ/এসএ
মন্তব্য করুন