• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

নূরের সঙ্গে পরীর নতুন অধ্যায় আসছে নভেম্বরে

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১৬:৪৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে ও বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই ব্যস্ত আছেন তিনি।

বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন পরীমণি। নতুন কাজ নিয়ে জানতে চাইলে তিনি বারবারই বলতেন ‘রঙিলা কিতাব’র কথা। পরীমণি যেহেতু এখন দুই সন্তানের মা, অভিনয়ও করেছেন সন্তানসম্ভবা মায়ের চরিত্রে সে ক্ষেত্রে কাজটির প্রতি তার বিশেষ একটি মায়া আছে।

বহু কাঙ্ক্ষিত সেই কাজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে আগামী ৮ নভেম্বর। যা তৈরি করেছেন জয়া আহসানের ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নূর ইমরান।

ইতোমধ্যে এসেছে এর পোস্টার। এতেও দেখা মিলেছে দুজনের। নায়কের একহাতে বন্দুক, আরেক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেইসঙ্গে নায়িকা চোখে-মুখে ভয় নিয়ে নায়কের বুকে যেন আশ্রয় খুঁজছেন। রঙিলা কিতাবের অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

সিনেমা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘শুটের শুরুর দিন থেকেই আমি এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহঅভিনেতা ও টিমের সকল সদস্যের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’

অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘রঙিলা কিতাবের জন্য আমরা নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। এখন মুক্তির অপেক্ষায়।’

পরিচালক অনম বিশ্বাস বলেন,‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, ‘রঙিলা কিতাব’ দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’

আরটিভি /এএ /এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পরীমণি
ইমরান-পড়শীর ‘কথা একটাই’
বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ৯ মাস পর মুখ খুললেন পরীমণি
সোহমের ছবি শেয়ার দিয়ে সুখবর দিলেন পরীমণি