• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

ঈদ আয়োজনের সপ্তম দিন 

আরটিভিতে জামিল-মুনমুনের ‘নোয়াখালীর মতিন’

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ১৫:১৬
ছবি : আরটিভি

মতিনের বাড়ি নোয়াখালী। সবাই তাকে ট্যাক্স মতিন ও রোহিঙ্গা নামে ডাকে। কারণ, সে নিজের বাড়ি রেখে মহব্বতপুর গ্রামে এক ভাড়া বাড়িতে থাকে। সাধারণত কোন কাজ না করলেও গ্রামের মানুষদের দোষ খুঁজে বের করাই মতিনের প্রধান কাজ। এটা করে সে ‘সবার কাছে বলে দেবে’ বলে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখার জন্য ট্যাক্স নেয়।

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘নোয়াখালীর মতিন’ । অনামিকা মন্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন।

নাটকটি নিয়ে জামিল হোসেন বলেন, আমাদের চারপাশে নানান ধরনের চরিত্র আছে। তার মধ্যে ‘নোয়াখালীর মতিন’ নাটকের মতিন চরিত্রটি অন্যতম। নিজের জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। নির্মাতাও খুব যত্ন নিয়ে কাজটা করেছেন। আশাকরি, নাটকটি দেখে দর্শক তৃপ্ত হবেন।

ঈদের সপ্তম দিন (২৩ জুন) রাত ১১টায় এটি আরটিভিতে প্রচারিত হবে। একইসঙ্গে নাটকটি ইউটিউবে দেখতে চোখ রাখুন Rtv Drama ইউটিউব চ্যানেলে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আরটিভি লিটল স্টার’র রেজিস্ট্রেশনের সময় বাড়ল
আরটিভিতে আজ (২৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (২২ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (২১ অক্টোবর) যা দেখবেন