• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ জুন ২০২৪, ১৬:১৭

‘থেগিডি’ খ্যাত জনপ্রিয় তামিল অভিনেতা প্রদীপ কে বিজয়নের রহস্যজনক মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

চেন্নাইয়ের পালাভাক্কামে বাড়িতেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জুন) থেকে অভিনেতার বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনের উত্তর দেননি। একাধিকবার ফোন না ধরার পরই দ্রুত তার বন্ধুরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তার বাড়িতে পৌঁছায়। তারপরই দরজা ভেঙে বাথরুম থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

জানো গেছে, অভিনেতা প্রদীপ একাই থাকতেন। প্রায়শই শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার মতো সমস্যায় ভুগতেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য রায়পেট্টা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

প্রদীপ কে বিজয়নের ‘টেডি’, ‘ইরুম্বু থিরাই’ এবং ‘রুধরান’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার শিকার টিভি অভিনেতা এমরান হাসো, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
অভিনেতার স্ত্রীর ওপর হামলা, কেটে গেছে শ্বাসনালী
‘কিছু শিল্পী এখনও লাল প্রোফাইলধারীদের রাষ্ট্রদ্রোহী বলে যাচ্ছে’
ক্যানসারে জীবনপ্রদীপ নিভে গেল অভিনেতার