• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘পাকনা আখ্যা’, প্রতিক্রিয়ায় যা বললেন লুবাবা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ জুন ২০২৪, ১৯:৫২
ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজেনরাও তাই তাকে ডাকে ‘পাকনা লুবাবা’ নামে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই শিশুশিল্পী।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুবাবা বলেন, আসলে আমি যখন কথা বলতে শুরু করি তখন বলতেই থাকি। বেশি কথা বলার কারণেই পাকনা পাকনা কথা বলে ফেলি। আর এমনটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যেটা বলতে চাই, সেটি বুঝতে পারেন না অনেকেই। আবার এমনও হয়, আমি যা বুঝাতে চাই তা অন্যদের বুঝাতে পারি না। এমনটা প্রায়ই আমার সঙ্গে হয়।

এই শিশুশিল্পী আরও বলেন, ঈদ উপলক্ষে অনেক কাজের অফার এসেছে। কলকাতা থেকেও একটি কাজের অফার আছে। সিনেমা কিংবা টিভি সিরিজের কাজ। পরীক্ষার বিরতিতে সে কাজ শুরু করব।

ওই সাক্ষাৎকারে আফসোসও করেন লুবাবা। তিনি বলেন, জুনের পুরো মাসই পরীক্ষার ব্যস্ততা থাকায় ভক্তদের বেশির ভাগ মন্তব্যই দেখার সুযোগ পাই না। তবে ভালো মন্তব্য দেখলে খুশি হই। ভালো লাগে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা, ফের ট্রলের শিকার লুবাবা
চোখের পানি আটকে রাখতে পারছি না: লুবাবা
আবারও ভাইরাল শিশুশিল্পী লুবাবা
লুবাবার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন শিশুশিল্পী দিশার মা