• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

কঙ্গনাকে চড়ের ঘটনায় মিষ্টি বিতরণ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ জুন ২০২৪, ১২:৫৭
ছবি : সংগৃহীত

ভারতের নবনির্বাচিত বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের চড়কাণ্ডে সরগরম নেটদুনিয়া। ইতোমধ্যে এই ঘটনায় অভিযুক্ত সিআইএসএফের ওই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরকে গ্রেপ্তারের পাশাপাশি চাকরি থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় নেটিজেনরা দুটো দলে বিভক্ত। এক দল কঙ্গনাকে চড় মারায় দারুণ খুশি, আরেক দল এটিকে সমর্থন করেনি। এর মধ্যেই প্রকাশ্যে এলো একটি ভিডিও।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি রাস্তায় লাড্ডুর প্যাকেট নিয়ে ঘুরছেন এবং সিগন্যালে আটকে থাকা সব গাড়িতে গিয়ে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, কোন খুশিতে তিনি মিষ্টি খাওয়াচ্ছেন? জবাবে ওই ব্যক্তি বলেন,‘ওই কঙ্গনাজিকে চড় মেরেছে না সেই আনন্দে।’

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা। ভোটে জয়ের পর দিল্লির উদ্দেশ্যে রওনা হতে চন্ডীগড় এয়ারপোর্টে পৌঁছান তিনি। সিকিউরিটি চেকিংয়ের সময় সিআইএসএফের নারী কনস্টেবল কুলবিন্দরের সঙ্গে তর্কে জড়ান তিনি। এ ঘটনায় অভিনেত্রীকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর।

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তবে কি এমপি পদ হারাবেন কঙ্গনা
যেমন আছেন কঙ্গনাকে চড় মারা সেই নারী
ভাইয়ের বিয়েতে কঙ্গনার বিশেষ উপহার
চড় খেয়ে সুর পাল্টালেন কঙ্গনা!