• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চঞ্চলের সিনেমায় অরিজিৎ-সনু নিগম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ জুন ২০২৪, ২১:০৬

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। বায়োপিকের নাম রাখা হয়েছে ‘পদাতিক’। সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী। চঞ্চলের এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন বনপ্রিয় বলিউড গায়ক অরিজিৎ সিং ও সনু নিগম।

শনিবার (৮ জুন) কলকাতার নবীনা সিনেমা হলে দেওয়া হয়েছে গানটি। এ ছাড়া প্রকাশ করা হয়েছে ইউটিউব প্ল্যাট ফর্মেও। নিজের ফেসবুকেও গানটি শেয়ার করেছেন চঞ্চল। গানটির সুরকার কিংবদন্তি সংগীতজ্ঞ সলিল চৌধুরী।

এই ছবির জন্য চঞ্চলকে শুভকামনা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। ১১ জানুয়ারি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ফেসবুকে ‘পদাতিকে’র পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছিলেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে চঞ্চলের নামও লিখেছিলেন। বিশ্বের অন্যতম শক্তিশালী অভিনেতার শুভকামনা পেয়ে বেশ অনুপ্রেরণা পেয়েছেন পর্দার কালুয়া।

পদাতিক সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করবেন কোরক সামন্ত। ছবিটিতে দেখা যাবে জিতু কমলকেও।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
তবে কি ভাটা পড়ছে চঞ্চলের জনপ্রিয়তায়
কর্মচঞ্চল আশুলিয়া, এখনও বন্ধ ৪৯ কারখানা
বন্যার্তদের সহযোগিতার কথা বলে তোপের মুখে চঞ্চল