• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

মুশফিক ফারহানের ১০৫ নাটকের ভিউ কোটি পার হলো

বিনোদন প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২০ মে ২০২৪, ১৪:১৮
অভিনেতা মুশফিক আর ফারহান

চোখেমুখে তার অভিনয়। বডি ল্যাংগুয়েজও সেটা বলে। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। যে চরিত্রই করেন, সেটাই যেন ধারণ করে ফেলেন সাবলীলভাবে। তিনি মুশফিক আর ফারহান। ইতোমধ্যে বাংলা নাটকের ইতিহাসে সর্বোচ্চ ভিউ নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন এই অভিনেতা।

ফারহান অভিনীত ১০৫টি নাটকের ভিউ এক কোটি ছাড়িয়েছে। অর্থাৎ কোটি ভিউতে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন; যা অভিনেতা হিসেবে তার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

ভিউজ প্রসঙ্গে ফারহান বলেন, এ কৃতিত্ব আমার নয়, দর্শকের এবং প্রতিটা কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এর জন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের।

তিনি বলেন, নাটকে ভিউ বেশি হলে অবশ্যই ভালো লাগা কাজ করে। কিন্তু এই ভিউ দিয়ে নাটকের মান মাপা যায় না। আমার বিশ্বাস বর্তমানে আমার নাটক নিয়ে দর্শকদের ভিন্নরকম কিছু আশা থাকে। আমি সেই চেষ্টাটাই করে যাচ্ছি। কারণ, দিনশেষে আমরা তাদের জন্যই কাজ করি।

ফারহান অভিনীত কোটি ভিউ পার করা নাটকগুলোর মধ্যে আরটিভি প্রযোজনায় উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘শুধু তোমার জন্য’, ‘আমার হয়ে থেকো’, ‘নিউলি ম্যারিড’ ইত্যাদি।

ফারহানের কোটি ভিউ পার করা ১০৫টি নাটক ‘ভুলনা আমায়’ ৩৫ মিলিয়ন ভিউস, ‘পারব না ভুলতে তোকে’ ৩৫ মিলিয়ন ভিউস, ‘মাই ডিয়ার লিডার’ ২৫ মিলিয়ন ভিউস, ‘শুধু তোমার জন্য’ ২৩ মিলিয়ন ভিউস, ‘আমার হয়ে থেকো’ ১৮ মিলিয়ন ভিউস, ‘একবার বলো ভালোবাসি’ ১৭ মিলিয়ন ভিউস, ‘সেই তুমি’ ১৪ মিলিয়ন ভিউস, ‘ওয়েডিং ক্রাশ’ ২৪ মিলিয়ন ভিউস, ‘সুইট প্রবলেম’ ১৫ মিলিয়ন ভিউস, ‘লাফাঙ্গা’ ১৪ মিলিয়ন ভিউস, ‘কলিজার আধখান’ ২৬ মিলিয়ন ভিউস, ‘তুই আমারই’ ১৩ মিলিয়ন ভিউস, ‘নিউলি ম্যারিড’ ১৭ মিলিয়ন ভিউস, ‘হ্যালো ম্যারিড লাইফ’ ২২ মিলিয়ন ভিউস, ‘বিয়ের সাইড এফেক্ট’ ২০ মিলিয়ন ভিউস, ‘ফাইডিং ফ্যামিলি’ ২১ মিলিয়ন ভিউস, ‘দেওয়ালের ওপারে তুমি’ ১৫ মিলিয়ন ভিউস, ‘ক্রাশ’ ২৯ মিলিয়ন ভিউস, ‘শাদী মোবারক’ ২২ মিলিয়ন ভিউস, ‘সুইট হোম’ ২২ মিলিয়ন ভিউস, ‘তুমি আসবে বলে’ ১৫ মিলিয়ন ভিউস, ‘বন্ধন’ ১৭ মিলিয়ন ভিউস, ‘প্রেম অল্প স্বল্প’ ২৩ মিলিয়ন ভিউস, ‘এক নজর না দেখলে তারে’ ১০ মিলিয়ন ভিউস, ‘দোয়া’ ১১ মিলিয়ন ভিউস, ‘ক্যাচাল’ ২৩ মিলিয়ন ভিউস, ‘দরদ’ ২০ মিলিয়ন ভিউস, ‘পোস্টম্যান’ ১০ মিলিয়ন ভিউস, ‘আমি একজন মধ্যবিত্ত বলছি’ ১৩ মিলিয়ন ভিউস, ‘নসিব’ ২৩ মিলিয়ন ভিউস, ‘প্রপোজ’ ১০ মিলিয়ন ভিউস, ‘চুইংগাম’ ৩০ মিলিয়ন ভিউস, ‘তুই আমার না তো কারো না’ ১৬ মিলিয়ন ভিউস, ‘গল্পটা প্রেমের’ ১৬ মিলিয়ন ভিউস, ‘আই এম ডিভোর্স’ ১৩ মিলিয়ন ভিউস, ‘তোমার প্রেমে বাজি’ ১১ মিলিয়ন ভিউস, ‘ইমোশনাল ম্যান’ ১৩ মিলিয়ন ভিউস, ‘ওয়াইফ অফ দা ইয়ার’ ১৮ মিলিয়ন ভিউস, ‘ড্যাম বয়’ ২১ মিলিয়ন ভিউস, ‘লোকাল হিরো’ ২১ মিলিয়ন ভিউস, ‘আর জে’ ১৮ মিলিয়ন ভিউস, ‘লাস্ট লাভ’ ১৩ মিলিয়ন ভিউস, ‘মাই ফার্স্ট লাভ’ ২৭ মিলিয়ন ভিউস, ‘এখনো ভালবাসি’ ১০ মিলিয়ন ভিউস, ‘তোমাকে খুঁজে বেড়াই’ ১১ মিলিয়ন ভিউস, ‘সে আমার’ ১৬ মিলিয়ন ভিউস, ‘ডিয়ার লাভ’ ১৯ মিলিয়ন ভিউস, ‘নেভার সিরিয়াস’ ১১ মিলিয়ন ভিউস, ‘স্যাক্রিফাইস’ ১৭ মিলিয়ন ভিউস, ‘হৃদ মাঝারে’ ২৪ মিলিয়ন ভিউস, ‘বেয়াদব’ ১১ মিলিয়ন ভিউস, ‘বিয়ের ডাবল সাইড এফেক্ট’ ১৮ মিলিয়ন ভিউস, ‘মায়ায় থেকো’ ১৫ মিলিয়ন ভিউস, ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ ১১ মিলিয়ন ভিউস, ‘ইম্পসিবল’ ১১ মিলিয়ন ভিউস, ‘সিকিউরিটি গার্ড’ ২২ মিলিয়ন ভিউস, ‘খারাপ ছেলে’ ১২ মিলিয়ন ভিউস, ‘তোমার আমার গল্প’ ১১ মিলিয়ন ভিউস, ‘ফ্রেন্ডস ফরএভার’ ১৪ মিলিয়ন ভিউস, ‘টাকা’ ১০ মিলিয়ন ভিউস, ‘ডন বি কিউট’ ১২ মিলিয়ন ভিউস, ‘ডিয়ার এক্স’ ১৭ মিলিয়ন ভিউস, ‘কঞ্জুস’ ৩০ মিলিয়ন ভিউস, ‘কঞ্জুস টু’ ২৫ মিলিয়ন ভিউস, ‘তুমি আছো তাই’ ১৪ মিলিয়ন ভিউস, ‘আনলিমিটেড প্যারা’ ১৫ মিলিয়ন ভিউস, ‘পেনড্রাইভ’ ১০ মিলিয়ন ভিউস, ‘কাপল গোলস’ ১৮ মিলিয়ন ভিউস, ‘মামাস বয়’ ১২ মামাস বয়, ‘হি সি’ ১৯ মিলিয়ন ভিউস, ‘পাগল তোর জন্য’ ১৬ মিলিয়ন ভিউস, ‘টু স্টোরি’ ২১ মিলিয়ন ভিউস, ‘ব্যাকডেটেড’ ১৩ মিলিয়ন ভিউস, ‘এ শহরের পাখিগুলো একা’ ১২ মিলিয়ন ভিউস, ‘ছ্যাকা খেয়ে ব্যাকা’ ১২ মিলিয়ন ভিউস, ‘বিয়াইন সাব’ ২৬ মিলিয়ন ভিউস, ‘শপ নাম্বার ৬৯’ ১০ মিলিয়ন ভিউস, ‘খোট’ ১৭ মিলিয়ন ভিউস, ‘সেপারেশন’ ১০ মিলিয়ন ভিউস, ‘৫০ লক্ষ’ ১১ মিলিয়ন ভিউস, ‘ফ্লাইং কিস’ ১৯ মিলিয়ন ভিউস, ‘কমপেয়ার’ ১০ মিলিয়ন ভিউস, ‘মনের সাথী’ ১৩ মিলিয়ন ভিউস, ‘বেঁচে থাকুক ভালোবাসা’ ১১ মিলিয়ন ভিউস, ‘দেখা হবে’ ১৩ মিলিয়ন ভিউস, ‘মিউট’ ১৬ মিলিয়ন ভিউস, ‘সুইট রিভেঞ্জ’ ১০ মিলিয়ন ভিউস, ‘প্রয়োজন’ ১২ মিলিয়ন ভিউস, ‘ডিসম্যান’ ১১ মিলিয়ন ভিউস, ‘হোটেল নিরিবিলি’ ১৩ মিলিয়ন ভিউস, ‘দৌড়ের উপর বিয়ে’ ১৮ মিলিয়ন ভিউস, ‘ও এম জি’ ১৩ মিলিয়ন ভিউস, ‘হাঙ্গর’ ১২ মিলিয়ন ভিউস, ‘হাইওয়ে’ ১০ মিলিয়ন ভিউস, ‘চলো ভালোবাসি’ ১৯ মিলিয়ন ভিউস, ‘আপন যে জন’ ১০ মিলিয়ন ভিউস, ‘মন বলে তুমি ফিরবেই’ ১৫ মিলিয়ন ভিউস, ‘কোথায় খুঁজি তারে’ ১১ মিলিয়ন ভিউস, ‘এভাবেও ভালোবাসা যায়’ ২১ মিলিয়ন ভিউস, ‘আজব প্রেম’ ১২ মিলিয়ন ভিউস, ‘ভালোবাসা তারপর’ ১৪ মিলিয়ন ভিউস, ‘তুমি যদি বলো’ ২০ মিলিয়ন ভিউস, ‘তুমি আসবে বলে’ ১৫ মিলিয়ন ভিউস, ‘সরি স্যার’ ১৩ মিলিয়ন ভিউস, ‘কাজল লতা’ ১০ মিলিয়ন।

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা আন্দোলনে অভিনয়শিল্পীদের নীরব ভূমিকা নিয়ে সালমান মুক্তাদিরের বিস্ফোরক মন্তব্য
মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা
অভিনয়শিল্পী সংঘের বিজ্ঞপ্তি ঘিরে চলছে তুমুল সমালোচনা
২০৮০ নাগাদ হাজার কোটি ছাড়াবে জনসংখ্যা, ঘটবে নাটকীয় পরিবর্তন