• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে পপুলার হলে গজব নাজিল হয়

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ মে ২০২৪, ১৬:৪৭
ছবি: সংগৃহীত

এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন আদনান ফারুক হিল্লোল। এখন করেন ফুল টাইম ফুড ব্লগিং। ঘুরে বেড়ান এক দেশ থেকে আরেক দেশ। সম্প্রতি এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত জনপ্রিয়তা পাওয়া নিয়ে মুখ খুলেছেন।

সোমবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে হিল্লোল একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘সোস্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে অতিরিক্ত পপুলার হতে নাই। আমি খেয়াল করে দেখছি, তাতে করে পরবর্তীতে গজব নাজিল হয়! এমন উদাহরণ বাংলাদেশে অনেকগুলো আছে।’

তবে কাকে উদ্দেশ্য করে এই স্ট্যাটাস, তা তিনি খোলাসা করেননি। আর এখানেই ভক্ত-অনুরাগীদের কৌতূহল। কেউ কেউ ধারণা করছেন, হতে পারে স্ট্যাটাসটি তিনি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানকে (রাফসান দ্য ছোট ভাই) নিয়ে দিয়েছেন।

কারণ, সম্প্রতি এই কনটেন্ট ক্রিয়েটর তার বাবা ও মাকে একটি দামি গাড়ি উপহার দেন। পরে সেই ভিডিওটি তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় তুমুল আলোচনা। বেরিয়ে আসে রাফসানের বাবা-মার বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। সমালোচনার মুখে পরেন রাফসান।

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে হিল্লোলের মন্তব্য