• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

মা দিবসে মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ১৬:৩৩

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিশ্ব মা দিবসের দিন নিজের মা হওয়ার খবর দিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন।

রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে ক্যাপশনে লিখেছেন, বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি।

গণমাধ্যমকে ফারিয়া শাহরিন বললেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ
মারা গেছেন ‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ
অস্ত্রসহ মা-মেয়ে গ্রেপ্তার