• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

৫০ বছর উদযাপনে যুক্তরাষ্ট্রে ‘সোলস’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ১৪:৩৪
সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘সোলস’। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট করেছে। এবার দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা। যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন স্ট্যাটে ২০টি শোতে পারফর্ম করবে ‘সোলস’ ।

বিষয়টি নিয়ে ‘সোলস’ ব্যান্ডের দল প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে আমাদের সঙ্গে পারিবারিক ও ব্যাক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের সঙ্গে কোনো কার্যক্রমে তিনি নেই।



বিষয়টি নিয়ে নাসিম আলী খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার শারীরিক ও পারিবারিক ব্যক্তিগত কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের সফরে থাকতে পারছি না। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। আমি কিন্তু ব্যান্ড ছাড়িনি।

জানা গেছে, ঈদ উপলক্ষে সোলস ভক্তদের জন্য থাকতে পারে নতুন গান। এমনই আভাস পাওয়া গেছে।

এদিকে আগামী ১ এপ্রিল লন্ডনে যাবেন পার্থ বড়ুয়া। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে সোলস টিমের সঙ্গে যোগ দিবেন এই গায়ক।

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুখ্যাত মাদক সম্রাট এল মায়ো গ্রেপ্তার
জানা গেল ব্রডব্যান্ড ইন্টারনেটের কম গতির কারণ
ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিদেশে নিজ দেশের মিশনগুলোতে চিঠি, যা জানতে চাইল বাংলাদেশ