• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

কেরালার থিয়েটার উৎসবে প্যানেল আলোচক ইসরাফিল শাহীন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৯
ইসরাফিল শাহীন
ইসরাফিল শাহীন (ফাইল ফটো)

নাট্য শিক্ষক ও নির্দেশক ড. ইসরাফিল শাহীন ভারতের ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অব কেরালায় প্যানেল আলোচক হিসেবে অংশ নিচ্ছেন। প্রতিবছর কেরালার ত্রিশূরে এই থিয়েটার উৎসবের আয়োজন করে কেরালা সংগীত নাটক একাডেমি ও কেরালার সংস্কৃতি বিভাগ।

এবারের আসর শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

উৎসবে কুদুম্বশ্রী সম্প্রদায়ের নারীসহ দেশটির বিভিন্ন এলাকার নারী মঞ্চকর্মীদের নিয়ে ছয় দিনের প্রশিক্ষণ শিবিরে প্যানেল আলোচক হিসেবে যোগ দিয়েছেন তিনি। এর পাশাপাশি বুধবার ‘বেঙ্গলি থিয়েটারস ফ্রম অ্যাক্রস থ্রু বর্ডার’ শিরোনামে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন ইসরাফিল শাহীন।

এর আগে ইসরাফিল শাহীন ত্রিশূরের কালিকট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ড্রামা অ্যান্ড ফাইন আর্টস (এসডিএফএ) বিভাগের আমন্ত্রণে দ্বিতীয় আন্তর্জাতিক থিয়েটার স্কুল নাট্য উৎসবে (আইএফটিএস) অংশ নেন।

পাশাপাশি গত মাসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত, নৃত্য ও নাট্যকলা বিভাগ ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কর্মশালায় যোগ দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh