• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সমমনা বিনোদন সাংবাদিকদের হাঁস-পিঠার আয়োজনে স্মৃতির ঝাঁপি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫২
সমমনা বিনোদন সাংবাদিকদের হাঁস-পিঠার আয়োজনে স্মৃতির ঝাঁপি
সমমনা বিনোদন সাংবাদিকদের হাঁস-পিঠার আয়োজনে স্মৃতির ঝাঁপি

পিঠা উৎসব হয়ে উঠে আড্ডার টেবিল। শোবিজের একাল-সেকাল নিয়ে মেতে উঠেন সবাই। উপস্থিত সকলের বক্তব্য হয়ে উঠে যেন প্রামাণ্যচিত্র। চোখের সামনে ভেসে ওঠে স্মৃতিকাতর চলমান সব ছবি। হ্যাঁ, পাঠক সমমনা বিনোদন সাংবাদিকদের আয়োজনে হাঁস-রুটি-পিঠা উৎসব ছাপিয়ে স্মৃতিপটের ঝাঁপি যেন উপচে পড়ে অতিথিদের স্মৃতিচারণায়।

গত ৩১ জানুয়ারি রাজধানীর নিসচা সম্মেলন কক্ষে বসেছিল সমমনা বিনোদন সাংবাদিকদের এমন আয়োজন। এতে সাংবাদিক, অভিনেতা, সংগীতজ্ঞ, হল মালিকরা উপস্থিত ছিলেন।

উৎসব উদ্বোধন করেন বরেণ্য অভিনেতা ও নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় অন্যান্যদের মধ্যে বরেণ্য সাংবাদিক ইমরুল শাহেদ, সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী, প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপদেষ্টা রোকনুজ্জামান ইউনুস রুবেল, ভার্সেটাইল অভিনেতা আশীষ খন্দকার, সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ এবং কামরুল হাসান দর্পণ মঞ্চে উপবিষ্ট ছিলেন। নব্বই দশকের খ্যাতিমান সাংবাদিক দুলাল খানের সঞ্চালনায় আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজনে সূচনা বক্তব্য দেন উৎসব পরিচালক আহমেদ তেপান্তর। তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থে ভবিষ্যতেও বিনোদন সাংবাদিকদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এমন আয়োজনে সকলকে পাশে থাকার আহ্বান জানান।

ইমরুল শাহেদ, লিটন এরশাদ ও কামরুল হাসান দর্পণ তাদের আলোচনায় সময়ের বিবেচনায় বিনোদন সাংবাদিকদের ভ্রাতৃত্বের বন্ধনকে এগিয়ে নিতে উৎসব পরিচালক আহমেদ তেপান্তর ধন্যবাদ জানান।

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক চলচ্চিত্রের উন্নতির স্বার্থে বিনোদন সাংবাদিকদের আয়োজনকে ইতিবাচক মন্তব্য করেন। এ সময় তিনি ইলিয়াস কাঞ্চনকে ইন্ডাস্ট্রির স্বার্থে হল বাঁচাতে তার ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ফরমান আলী তার বক্তব্যে বিনোদন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশীয় সিনেমার প্রসারে বিনোদন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রযোজক ও দেশের কৃষ্টিকে রক্ষায় ব্যাপক ভূমিকা নিতে পারে। এজন্য তাদের বন্ধন মজবুত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের আগত অতিথিদের মধ্যে বাচসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, নিথর মাহবুব বক্তব্য দেন। সঞ্চালক দুলাল খান এসময় অধুনালুপ্ত চিত্রালীর সিনিয়র সাংবাদিক সঞ্জীব কুমার দাসকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।

এক পর্যায়ে তিনি সত্তরের দশকের বাংলা সিনেমার শক্তিমান কৌতুক অভিনেতা খান জয়নুলের ছোট ছেলে রাশেদ খান টোটোকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন। এ সময় সিনিয়রদের মধ্যে ‘খান জয়নুলে'র নাম ধরে স্মৃতিকাতর হতে দেখা যায়। অনুষ্ঠানে টোটো বিনোদন সাংবাদিকদের কাছে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত হন কিংবদন্তি সংগীতজ্ঞ শেখ সাদী খান। উপস্থিত সকলেই তাকে দাঁড়িয়ে সম্মান জানান।

অনুষ্ঠানের শেষপ্রান্তে ইলিয়াস কাঞ্চন তার উদ্বোধনী বক্তব্যে সঞ্চালক সাংবাদিক দুলাল খানের বুদ্ধিদীপ্ত সঞ্চালনার প্রশংসা করেন। কাঞ্চন বলেন, এটা সমমনা বিনোদন সাংবাদিকদের দ্বিতীয়বারের আয়োজন। এমন আয়োজনে থাকতে পেরে আমি গর্বিত। কারণ এখানে আজ অনেক অদেখা মানুষদের সমাগম বলে দিচ্ছে বাংলা সিনেমার গর্বিতদের তারা স্মরণ করতে চায়। এ সময় তিনি বিনোদন সাংবাদিকদের কাছে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও প্রত্যাশা করেন।

হাঁস-রুটি-পিঠার আপ্যায়নে শেষ হয় সমমনা বিনোদন সাংবাদিকদের দ্বিতীয়বারের আয়োজন। অন্যান্যদের মধ্যে এদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার সুদীপ্ত সাইদ খান, স্বপ্নের ঠিকানার কর্ণধার রাশেদ খান, কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক হামি মোহাম্মদ জসীম, সাংবাদিক জাহাঙ্গীর বিপ্লব, মোস্তফা মতিহার, রনজু সরকার, নিশা মাহমুদা, আসিফ আলম, আহমেদ জামান শিমুল, লিটন মাহমুদ, সেলিম শাকিবসহ বিভিন্ন গণমাধ্যমের বিনোদন বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
X
Fresh