• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

আমার ক্রাশ ছিল চাচাশ্বশুর : নীতু কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৪, ১৮:৫০
চাচা শ্বশুরকে ক্রাশ বললেন নীতু কাপুর
চাচা শ্বশুরকে ক্রাশ বললেন নীতু কাপুর

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নীতু কাপুর। শুধু তাই নয়, সত্তর-আশির দশকে বলিউডের ডাকসাইট সুন্দরীও ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘কফি উইথ করণ সিজন ৮’-এ অতিথি হয়ে এসেছিলেন নীতু। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই পর্বের প্রোমো।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো হতবাক নেটিজেনরা। কারণ, এই ভিডিওর মাধ্যমেই নীতু জানালেন তার ক্রাশের কথা। আর সেটা শুনেই সঞ্চালক করণ জোহরের পাশাপাশি অবাক হয়েছেন অভিনেত্রীর ভক্তরাও।

‘কফি উইথ করণ’ রিয়েলিটি শোতেই পরিবার ও নিজের সম্পর্কে বেশ কিছু ‘সিক্রেট’ শেয়ার করেছেন নীতু।

শোতে প্রশ্ন করা হয় জীবনে কেউ ক্রাশ ছিল কি না? জবাবে নীতু বলেন, চাচাশ্বশুর শশী কাপুরকে বেশ পছন্দ ছিল, ‘ক্রাশ’ ছিল। কী নিদারুণ সুন্দর। যা শুনে চমকে ওঠেন করণ।

সত্তর-আশির দশকে অনেকেরই হৃদয়ের রানি ছিলেন নীতু। কিন্তু অভিনেত্রী শুধু মন দিয়েছিলেন অভিনেতা ঋষি কাপুরকে। তবে নিজের স্বামীর বাইরে চাচাশ্বশুরকেও বেশ পছন্দ করতেন এই অভিনেত্রী।

এটা শুনেই চমকে উঠে পাল্টা প্রশ্ন করেন করণ, সে না আপনার চাচাশ্বশুর? সহজ উত্তরে নীতু জানান, এতটুকু হতেই পারে।

সূত্র : জি২৪

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলার প্রসঙ্গে মুখ খুললেন ইমরান
কিয়ারার হাতঘড়ির দাম শুনে অবাক নেটিজেনরা
জাহ্নবীর বিউটি স্পট দেখতে চান কে, জানালেন অভিনেত্রী (ভিডিও)
X
Fresh