• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানালো চলচ্চিত্র পরিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪১

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’।

আজ সোমবার সকাল ১১টায় মানববন্ধনে অংশ নেন- অগ্রজ চলচ্চিত্র অভিনেতা ফারুক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বলিউল আলম খোকন, বজলুর রশিদ চৌধুরী, মোহাম্মদ হোসেন জেমি, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেত্রী রোজিনা, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, রুবেল, আমিন খান, সাইমন’সহ অনেকে।

সকাল থেকেই চলচ্চিত্র সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন প্রেসক্লাবের সামনে। সকাল ১১টায় শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্রশিল্পী, কলা-কুশলীরা। মানববন্ধনের নেতৃত্ব দেন অভিনেতা ফারুক।

শান্তিপূর্ণ এই মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানান। চিত্রনায়ক ফারুক বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই। জন্মভূমি থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো বলেন, তারা প্রাণ বাঁচাতে বর্ডার ক্রস করে আমাদের দেশে আসছে। আমাদের দেশের প্রতিটি মানুষ অন্যকে ভালোবাসতে জানে বলেই তাদের আশ্রয় দিচ্ছে।’

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘মন ভেঙ্গে যায় মানুষ হয়ে মানুষের এমন দুর্দশা দেখলে। আমি গর্ববোধ করি বাংলাদেশের নাগরিক হিসেবে। কারণ সারা বিশ্ব যখন ভাবছে তখন আমার ছোট্ট দেশটি লাখ লাখ বাস্তুহারা মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের নেতা শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাই এমন মানবিক অবস্থানের জন্য।’

জায়েদ খান বলেন, ‘নিরীহ মানুষের ওপরে এই নির্মম নির্যাতন এখনই বন্ধের দাবি জানাচ্ছি।’

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh