• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

মঞ্চে আসছে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২২, ১২:২৫
মঞ্চে আসছে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির ডা. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘আগুনযাত্রা’।

ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপস এরাউন্ড দ্য ফায়ার’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘আগুনযাত্রা’। শহীদুল মামুনের অনুবাদে এটি রূপান্তর এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

‘আগুনযাত্রা’য় বিভিন্ন চরিত্রে থাকছেন শাহেদ আলী, কাজী তৌ‌ফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান, শার‌মিন আক্তার শর্মী, র‌কি খান, তান‌জি কুন প্রমুখ।

প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’। এতে মঞ্চ ও আলোকসজ্জায় আছেন মো. সাইফুল ইসলাম, সংগীতে রাহুল আনন্দ, কো‌রিওগ্রা‌ফি করেছেন স্নাতা শাহ‌রিন, প্রপসে আছেন তান‌জি কুন, ক‌স্টিউম ডিজাইন করেছেন আফসান আনোয়ার, ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে শাহরিয়ার শাওন, রিপন কুমার দাস ধ্রুব।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’
প্রাচ্যনাট্যের ২৭ বছর পূর্তিতে মঞ্চায়িত হবে ‘পুলসিরাত’
X
Fresh