logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

এ কোন 'সিক্রেট সুপারস্টার'?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ আগস্ট ২০১৭, ২১:১৬ | আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২১:৫৪
বলিউডকে ‌‘দঙ্গল’ উপহার দিয়েছিলেন মিস্টার পারফেক্টখ্যাত আমির খান। নতুন আরেকটি ছবি উপহার দিতে চলছেন তিনি।

bestelectronics
সেটিও ‘দঙ্গল' এর মতোই অনুপ্রেরণার গল্প শোনাবে।

জি স্টুডিওস এবং আমির খান প্রোডাকশনসের মাধ্যমেই আসছে ছবিটি। নাম 'সিক্রেট সুপারস্টার'।

ছবিতে আমিরের সঙ্গে আছেন দঙ্গলের সেই জাইরা ওয়াসিম। ছবিতে নারীশক্তির কথাই বলা হয়েছে।

স্পষ্টভাবে কিছু না বললেও মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির বদল আনতেই ছবিটি তৈরী করা হয়েছে বলে জানিয়েছিলেন আমির।

‘সিক্রেট সুপারস্টার’ ছবির সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি মেয়ে, তার স্বপ্ন এবং সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে ছবিতে।

মেয়েটি গায়িকা হবার স্বপ্ন বুকে নিয়ে সমাজের সব বাধা কীভাবে অতিক্রম করে এগিয়ে যায়, তারই দেখা মিলবে।

আমিরকে এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে দেখা যাবে।

আমির খান প্রোডাকশনসের সবশেষ ছবি ছিল ‌‘দঙ্গল’। যা ভারতবাসীর হৃদয় জয় করেছিল, একইসঙ্গে ব্যবসাও করেছিল দারুণ। ‌

সিক্রেট সুপারস্টারও ব্লকবাস্টার হবে বলে আশাবাদী আমিরভক্তরা। ছবিটি দীপাবলিতে মুক্তি পাবে।

এসজে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়