• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদক মামলায় শাহরুখপুত্রের চূড়ান্ত রায়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ১৬:০৪
মাদক মামলায় শাহরুখপুত্রের চূড়ান্ত রায়

অবশেষে মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে বেকসুর খালাস দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আলোচিত এই মামলার চার্জশিট থেকে শাহরুখপুত্রের নাম বাদ দিয়ে আদালতে জমা দিয়েছে সংস্থাটি। চার্জশিটে বলা হয়েছে, আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি।

ariyan-risingbd-2205270850

সংবাদমাধ্যমের কাছে পাঠানো এনসিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জশিটে ১৪ জনের নাম উল্লেখ করেছে সংস্থাটি। সেখানে আরিয়ান খানের নাম নেই। আরিয়ান ও মোহক (জয়সাল) ব্যতীত অন্য অভিযুক্তদের কাছে মাদক পাওয়া গেছে বলে চার্জশিটে বলা হয়েছে।

এর আগে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) মামলাটির তদন্ত করে, তাদের তদন্ত ছিল উদ্দেশ্যপ্রণোদিত- নতুন চার্জশিটে এমনটিই উল্লেখ করেছে এনসিবি।

PTI12-10-2021-000126-B-0-1639141679130-1639141702627

প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল একটি প্রমোদতরীতে পার্টি করার সময় আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় এক মাস কারাবন্দি থাকার পর কয়েক দফা শুনানি শেষে ২৮ অক্টোবর আরিয়ান খানের জামিন মঞ্জুর করেন আদালত। তবে কারামুক্ত হলেও আরিয়ানকে বেশ কিছু শর্ত মেনে চলতে হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh