logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

প্রভাসের সঙ্গে সম্পর্ক, বিরক্ত আনুষ্কা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৭ জুন ২০১৭, ১৫:১৩ | আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:৩০
ভারতের দক্ষিণী ছবির তুমুল জনপ্রিয় নায়ক প্রভাস। 'বাহুবলী' ছবির নায়ক হিসেবে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এখন লাখ লাখ রমণীর মনজুড়ে প্রভাস।

তবে সম্প্রতি বলিউড পাড়ায় 'বাহুবলী' ছবির নায়িকা আনুষ্কা ও নায়ক প্রভাসের সম্পর্ক নিয়ে  শুরু হয় গুঞ্জন।

অবশ্য আনুষ্কা বরাবরই সেসব উড়িয়ে দিয়েছেন।

আর লাজুক নায়ক বলে খ্যাত প্রভাসও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

তবে সম্প্রতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিসহ সাড়া  ভারতেই খবরের শিরোনামে রয়েছেন 'বাহুবলী'র প্রভাস এবং অনুষ্কা।

আর এতেই চটে গেছেন নায়িকা অনুষ্কা।

তিনি এতোটাই বিরক্ত এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন।

সোশ্যাল মাধ্যমেও প্রভাস-অনুষ্কার প্রেম নিয়ে চলছে জোর জল্পনা। আর এই খবর যত ছড়িয়ে পড়ছে ততই বিরক্ত হচ্ছেন অভিনেত্রী অনুষ্কা।

একটি জনপ্রিয় বাংলা দৈনিকের প্রতিবেদনের দাবি, অনুষ্কার রোষের মুখে নাকি পড়ছেন খোদ 'বাহুবলী' প্রভাস।

কোনও ভাবেই যদি এই জল্পনা থামানো না যায়, তাহলে নাকি আইনি ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটবেন অনুষ্কা।

তবে প্রভাসের বিয়ে নিয়ে সম্প্রতি উঠেপড়ে লেগেছে তার পরিবার। এরই মধ্যে এক সুন্দরীকে পছন্দও করেছেন তারা। তবে ওই মেয়ের সঙ্গে চলচ্চিত্র জগতের কোনো সম্পর্ক নেই। 

'রাশি সিমেন্টস'র চেয়ারম্যান, শিল্পপতি ভূপতি রাজা নাকি তার নাতনির বিয়ের সম্বন্ধ নিয়ে যান প্রভাসের পরিবারের কাছে।

প্রভাসের পরিবারের এ প্রস্তাবে সম্মতি রয়েছে এবং পাত্রীকেও তাদের বেশ পছন্দও হয়েছে।

তবে বিয়ে কবে হচ্ছে, কোথায় হচ্ছে, সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি।

আরকে/ এএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়