Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২১, ১৮:০৫
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৮:১২

অভিনেতার গলিত মরদেহ উদ্ধার

অভিনেতার গলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা ব্রহ্মস্বরূপ মিশ্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মুম্বাইয়ের বাসা থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৯ নভেম্বর চিকিৎসকের কাছে গিয়েছিলেন ব্রহ্মস্বরূপ। বুকে ব্যথার কথা জানালে চিকিৎসক তাকে শুধু গ্যাসের ওষুধ দিয়ে ছেড়ে দেন।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে ব্রহ্মস্বরূপের মরদেহ। কিন্তু মৃত্যুর কারণ এবং কোনো সময় মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে এই অভিনেতার মৃতদেহ।

প্রসঙ্গত, ভোপালে জন্মগ্রহণ করেন ব্রহ্মস্বরূপ। চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন তিনি। ২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ সিনেমায় প্রথম অভিনয় করেন। এরপর ‘দঙ্গল’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সুপার ৩০’, ‘কেসরি’, ‘মানঝি’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। তবে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ‘ললিত’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। শুধু রুপালি পর্দা নয়, মঞ্চ নাটকেও কাজ করেছেন ব্রহ্মস্বরূপ।

সূত্র: মিড-ডে

এনএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS