• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ১৭:০৮
‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’

মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসান। পাশের গ্রামের মেয়ে এনিকে বিয়ে করেছে সে। এনির বাবার নাম দিলু। তিনি খিটখিটে স্বভাবের মানুষ। এক কথায় বলা যায় হারকিপ্টে।

অন্যদিকে, এনির মনে অনেক কষ্ট। স্বামী নিয়ে সে সুখী না। কারণ হাসান শ্বশুরকে সালাম দেয় না, ডাক-হাঁক করে না।

এনি বাবার পক্ষ নিয়ে প্রায়ই হাসানের সঙ্গে ঝগড়া করে। হাসান মন খারাপ করে ৩ বছর শ্বশুর বাড়ি যায় না। তার কথা- সে নতুন জামাই, ভালো-মন্দ তাকে আগে জিজ্ঞাসা করতে হবে। কারণ তার আদর-সম্মান অনেক বেশি।

এদিকে হারকিপ্টে শ্বশুরের ভাবনা, আমি শ্বশুর বাবার মতো। জামাই আগে আমার সঙ্গে কথা না বললে আমিও কথা বলবো না। গল্পে নয়া মোড় নেয় যখন তিন বছর পর হাসানকে নিয়ে এনি তার বাপের বাড়ি যায়।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’। নাটকটিতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে নাদিয়া আহমেদকে। এটি রচনা ও পরিচালনা করেছেন হিরন সোহেল।

নির্মাতা বলেন, ‘মূলত হাস্যরসের জন্যই নাটকটি নির্মিত। আশা করছি, এটি সবার ভালো লাগবে।’

আগামী শনিবার (২৭ নভেম্বর) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিমুল
ঈদে হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’
X
Fresh