Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮

কপিলের শোতে এসে চটেছেন সাইফ (ভিডিও)

ছবি: সংগৃহীত

ভারতের টেলিভিশনে শো গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’। এমনটা দাবি আমরা করছি না, এটা ভারতীয় অনেকই দাবি করেছেন। শো-তে বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটসহ প্রায় সব তারকাদেরই আমন্ত্রণ জানানো হয়। হাস্যরসে ভরা এই অনুষ্ঠানে অনেক ঘটনাই ঘটে। তবে রাগের বিষয়টি খুব বেশি একটা ঘটেনি। অনেকদিন পরে আবারও ঘটলো রেগে যাওয়ার ঘটনা।

গত পর্বে কপিলের এই কমেডি শো-তে হাজির হয়ে রীতিমতো রেগে আগুন বলিউড অভিনেতা সাইফ আলি খান। শোয়ের ইউটিউব চ্যানেলে গ্রিনরুমের একটি ভিডিও শেয়ার হয়েছে সম্প্রতি। এই ভিডিওতে দেখা গেছে সাইফ আলির ক্ষোভ প্রকাশের সেই দৃশ্য।

এতে দেখা দেখা যাচ্ছে, শো-এর জন্য এসে গ্রিনরুমে বসেছিলেন সাইফ। গ্রিনরুমের দেয়ালে এর আগে শোয়ে অংশ নেওয়া আর সব অভিনেতা-অভিনেত্রীর ছবি ঝুলতে দেখলেও সাইফ নিজের ছবি খুঁজে পাননি। আর তাতেই চটে গেছেন সাইফ।

গ্রিনরুমে কপিল আসতেই অভিনেতা জিজ্ঞেস করেন, পুরনো প্রায় দশটা পর্বে এসে গল্পগুজব করেছিলেন তিনি। অথচ গ্রিনরুমে কপিলের সঙ্গে তার নিজের কোনো ছবি নেই কেন? এর সদুত্তর দিতে পারেননি কপিল। এরপর সেট ম্যানেজারের ওপর ক্ষোভ উগরে দেন সাইফ আলি খান।

কেইউ/এমএন

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS