• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মোদির জন্মদিনে নুসরাতের কটাক্ষ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৫
মোদির জন্মদিনে নুসরাতের কটাক্ষ

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন আজ। দলমত ভুলে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিসহ অনেকেই। তবে মোদিকে শুভেচ্ছা জানাতে দেওয়া টুইটে কটাক্ষ করেছেন টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

টুইট বার্তায় নুসরাত লিখেছেন, ‘বয়স বাড়লে মানুষের বুদ্ধি বাড়ে। আশা করছি, এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার গিমিক ত্যাগ করবেন এবং কোটি কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যারা দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।'

তবে টুইটের শেষ লাইনে মোদিকে কটাক্ষ করে নুসরাত লিখেছেন- ‘জাতীয় জুমলা দিবসে নরেন্দ্র মোদিজিকে শুভেচ্ছা।’ অর্থাৎ মোদিকে জুমলা দিবসের শুভেচ্ছা জানাতে নুসরাত টুইট করেছেন, জন্মদিনের নয়।

নুসরাতের এমন টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। মোদিকে কটাক্ষ করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কলকাতার অনেক তারকা নুসরাতকে বার্তা দিয়েছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রাখুন। আশা করি, বয়সের সঙ্গে সঙ্গে সবাই পরিণত হবে।’

তবে অনেকেই নুসরাতের টুইটের প্রশংসা করেছেন। তারা লিখেছেন, একদম ঠিক কথা। মোদিজির উন্নয়ন ব্যাকটেরিয়ার মতো, খালি চোখে দেখা যায় না।

জানা যায়, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে আড়াই কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এদিকে নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিনে ৭১টি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার পাঠানো ওই ফুলের তোড়া শুক্রবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, প্রেম, বিয়ে ও সন্তান বিতর্কে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। যদিও সম্প্রতি তার ছেলের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তের নাম প্রকাশ্যে এসেছে। তবুও বিতর্ক যেন এই অভিনেত্রীর পিছু ছাড়ছে না। আপাতত সিনেমা বা রাজনীতিতে খুব একটা সরব নন তিনি, চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন নুসরাত।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
কেমন কাটলো নুসরাতের ঈদ
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
X
Fresh