• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাইগারদের শুভ কামনায় মিস আয়ারল্যান্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৭, ১২:৫১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা শুধু দেশে অবস্থানরতদেরই আন্দোলিত করে না। দেশের বাইরে থাকা বাঙালিদেরও উজ্জীবিত করে।

দেশের বাইরে মাঠে খেলা দেখার জন্য বিদেশে বসবাসরত বাঙালিরা নাড়ির টানে ক্রিকেট মাঠে ছুটে যান। লাল সবুজের পতাকা হাতে নিজের দেশকে সমর্থন দেয়ার জন্য।

বাংলাদেশ ক্রিকেট দল এখন আয়ারল্যান্ডে অবস্থান করছে। সেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে শুক্রবার প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সিরিজের অপর দল নিউজিল্যান্ড।

এদিকে বাংলাদেশি বংশোদ্ভুত মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তী মাঠে বসে বাংলাদেশের খেলা দেখবেন বলে জানিয়েছেন। খেলায় তিনি আয়ারল্যান্ড নয় নিজ জন্মভূমি বাংলাদেশকেই সমর্থন জানাবেন।

প্রিয়তীর প্রত্যাশা তিন দেশীয় এ সিরিজে দারুণ পারফর্ম করে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ।

এ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দু'টো এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতলে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসবে বাংলাদেশ। তা হলে পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশ নেয়া নিশ্চিত হয়ে যাবে।

এইচএম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh