• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গানের মঞ্চে ফিরলেন বেজবাবা সুমন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২১, ১৪:৩৩
গানের মঞ্চে ফিরলেন বেজবাবা সুমন

পাঁচ মাস দুবাই ও ব্যাংককের হাসপাতালে চিকিৎসা শেষে আগাস্টের প্রথম সপ্তাহে দেশে ফিরেছেন বেজবাবা সুমন। আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ফের গানে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন তিনি।

এরই মাঝে গেলো শুক্রবার (২৭ আগস্ট) দীর্ঘদিনের সহশিল্পী, অর্থহীনের সাবেক গায়ক, গিটারিস্ট রায়েফ আল হাসান রাফার বিবাহোত্তর সংবর্ধনার মঞ্চে পাত্র রাফা ও অর্থহীনের গিটারিস্ট শিশির আহমেদকে নিয়ে ‘অদ্ভুত সেই ছেলেটি’ পরিবেশন করেন সুমন। রাফার ধানমণ্ডির বাসার ছাদে আয়োজিত সেই অনুষ্ঠানে অর্থহীন, ক্রিপটিক ফেইটসহ বিভিন্ন ব্যান্ডের সদস্যরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাফা বলেন, ‘সুমন ভাই আমার ফ্যামিলি মেম্বার। আমি বিয়ে করবো আর আমার বড় ভাই আসবে না, এটা তো অসম্ভব। আমি নিশ্চিত ছিলাম যে আমার বিয়েতে সুমন ভাই আসবেই এবং তিনি এসেছেন। গান গেয়েও মাতিয়ে দিয়েছেন। আমি তাকে পেয়ে খুব খুব আনন্দিত। সুমন ভাইকে দেখে আমি নষ্টালজিক হয়ে পড়ি। মনে হচ্ছিলো আমি আবার ছোট বেলায় ফিরে গিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি অর্থহীন ছেড়েছি ছয় বছর হয়। তবে আমাদের সম্পর্ক আগের মতোই পরিপূর্ণ। তাই আগে যেমন হুটহাট প্ল্যান করে আমরা গান তৈরি করতাম, হয়তো সামনেও একসঙ্গে এমন কিছু করতে পারি।’

অন্যদিকে গিটারিস্ট শিশির বলেন, ‘রাফার বিয়েতে সুমন ভাইকে পেয়ে আমরা সবাই খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। এরপর আমাদের তিনজনকে এক সাথে দেখে উপস্থিত সবাই গান গাওয়ার অনুরোধ করতে থাকেন। সুমন ভাইও তাদের অনুরোধ রেখে আমাকে আর রাফাকে নিয়ে গিটার নিয়ে বসে যান। আমি সুমন ভাইকে বাজাতে এবং গাইতে দেখে যেমন অবাক হই তেমনি মুগ্ধ হই। কি যে এক অনুভূতি হলো বলে বোঝাতে পারবো না।'

উল্লেখ্য, সবশেষ ২০২০ সালের ৮ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে গেয়েছিলেন সুমন। মাঝে আর কোনো গানের আয়োজনে পাওয়া যায়নি তাকে। কারণ দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের দলনেতা। তার শরীরের বেশকিছু অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শরীরে হয়েছে একের পর এক সার্জারী। ক্যান্সারের পাশাপাশি সুমনের শরীরে নানা ধরনের রোগ থাকায় গোটা বছর জুড়েই তাকে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয়। তবে হাল ছাড়েননি সুমন। সার্জারীর কাটাছেঁড়ার শত ক্ষত নিয়েও তিনি সুযোগ পেলেই গিটার হাতে নেন। গেয়ে ওঠে দরদ ভরা কণ্ঠে। তবে খানিকটা সুস্থ হয়ে সুমনের ফিরে আসায় অর্থহীন ভক্তসহ গোটা ব্যান্ড ইন্ডাস্ট্রিতে স্বস্তি নেমে এসেছে।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh