• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে চিকিৎসা নিলেন শাকিব খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মে ২০১৭, ১৫:১২

ঢালিউড তারকা শাকিব খান শারীরিক অসুস্থতার কারণে আবারো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সোমবার বিকেলে রেগুলার চেকআপের জন্য ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান তিনি। সেখানে ড. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন শাকিব।

প্রযোজক আরশাদ আদনান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, চেকআপের জন্য শাকিব ল্যাবএইডে গেলে তার চিকিৎসক বলেছেন হাসপাতালেই রেস্ট নিতে। এ খবর শুনে আমি তার সঙ্গে দেখা করে এসেছিলাম। শাকিব সুস্থই আছেন।

এর আগে গেলো ১৩ এপ্রিল পেটের ব্যথার সমস্যা (অ্যাবডুমিনাল পেইন) নিয়ে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন। প্রতি বছরই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। কিন্তু এবার ব্যস্ত থাকায় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেনি।

এদিনই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ঢালিউড তারকা শাকিব।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন কিং খান। অভিযুক্তদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকসহ কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি।

শাকিবের অভিযোগ, বিভিন্ন মহল থেকে হুমকি আসছে তাকে মেরে ফেলা হবে। এছাড়া মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়া হচ্ছে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh