Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ৫ আশ্বিন ১৪২৮

খোলামেলা ছবি পোস্ট করে তোপের মুখে পায়েল

পায়েল সরকার
পায়েল সরকার

অতীতে পায়েল সরকার সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করেননি এমনটা নয়। তবে প্রেম আমার খ্যাত নায়িকার পোস্ট করা নতুন খোলামেলা ছবিটি নিয়ে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা।

আগেও কটাক্ষের শিকার হয়েছেন পায়েল। এবার খোলামেলা পোশাকের ছবি আপলোড করে রীতিমতো নেটিজেনদের খারাপ মন্তব্য সহ্য করলেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে একটি খোলামেলা ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছবিতে পায়েলকে দেখা যায়, সুইমিং পুলের পাশে নীল গাউন পরে বসে থাকতে। ছবি আপলোড করে পায়েল লিখেছেন, ‘সানডে মুড!’

এদিকে সেই ছবি দেখে নেটিজেনদের চোখ আটকেছে পায়েলের উন্মুক্ত পায়ের দিকেই। আর তা দেখেই হইচই পড়ে যায় নেটদুনিয়ায়।

এক নেটিজেন টেনে আনেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত ‘রগড়ে দেবো’ মন্তব্য। বলে রাখা ভালো গত বিধানসভা নির্বাচনের আগে শিল্পীদের রাজনীতিতে যোগ দেয়া প্রসঙ্গেই এমনটা বলেছিলেন দিলীপ। সেটিই টেনে একজন লেখেন, ‘দিলীপদা রগড়ে দেবেন!’

কেউ আবার লিখেছেন, ভোটের আগে এসব করলে ভোটে জিতে যেতেন।

এতো মন্তব্যের ভিড়েও ভক্তরা পায়েলের প্রশংসা করতেও কমতি রাখেননি।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS