• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আলমগীরের সিদ্ধান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৭, ১৮:০৮

ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। পরিচালনা করবেন চিত্রনায়ক আলমগীর। প্রথমে ছবিটি যৌথ প্রযোজনায় তৈরি হবার কথা ছিল। তবে না, ছবিটি শুধুমাত্র বাংলাদেশের প্রযোজনাতেই তৈরি হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক আলমগীর।

কারণ হিসেবে আলমগির জানিয়েছেন, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বনিবনা হচ্ছে না।

শুরুতে কলকাতার প্রসেনজিত, পাওলি, বাংলাদেশের পূর্ণিমা শুভর অভিনয়ের কথা থাকলেও সেখানেও আসছে পরিবর্তন। প্রসেনজিতের এ ছবিতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করার কথা ছিল।

কিন্তু হঠাৎ করেই জানা যায় প্রসেনজিত কাজ করতে অপারগতা জানিয়েছেন। অন্যদিকে পরিচালকের ভূমিকায় আলমগীরই অভিনয় করবেন বলা শোনা যায়। পূর্ণিমা ভেবেছিলেন তাকে প্রসেনজিতের বিপরীতে দেয়া হবে।

কিন্তু প্রসেনজিতের অভিনয় না করার কারণে তিনিও ছবি থেকে নিজের নাম সরিয়ে নেন। এ কারণ দেখিয়ে যে আলমগীরের বিপরীতে তাকে মানাবে না!

অন্যদিকে আলমগীরের ভাষ্য, পূর্ণিমাকে তার ছবিতে একটি চরিত্রে অভিনয়ের কথা বলা হয়েছে। কোন চরিত্রে তা নাকি বলা হয়নি!

একক প্রযোজনায় ছবিটি তৈরি হওয়াতে পাওলি দামকেও বাদ দেয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরিফিন শুভর পরিবর্তে শাকিব খানের অভিনয়েরও গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে সেসব কথা এখনো নিশ্চিত না। আসছে সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হলেই সবটা জানা যাবে।

এর আগে ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আর্শীবাদ’ ছবি পরিচালনা করেছেন আলমগির।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh